কখনো চোখে জল ফেলার জন্য গ্লিসারিন লাগেনি : শুভশ্রী

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
১৬ জুলাই, ২০২৫ এ ১২:০৫ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনয়ের প্রতি তার আবেগ ও নিষ্ঠার কথা তুলে ধরেছেন। তিনি জানান, কোনো চরিত্রে অভিনয় করার সময় নিজেকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দেন এবং এজন্য কৃত্রিম চোখের জল ফেলার প্রয়োজন হয় না।

শুভশ্রী বলেন, “আমি প্রচণ্ড আবেগপ্রবণ। যা করি, অন্তর থেকে করি, নিজেকে উজাড় করে দিই চরিত্রের জন্য।” তিনি আরও বলেন, “আজ পর্যন্ত কান্নার দৃশ্যে কখনো গ্লিসারিন ব্যবহার করতে হয়নি, নিজের চোখ থেকেই জল এসে যায়।”

তার সাবলীল অভিনয় দেখে পরিচালকরা মুগ্ধ। শুভশ্রী জানান, “প্রত্যেক চরিত্রে নিজেকে নতুন করে আবিষ্কার করার চেষ্টা করি। এই প্রচেষ্টা আমার নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তেও জারি থাকবে।”

এদিকে, নতুন ছবি ‘গিরিশ ঘোষ’-এর শুটিংয়ের জন্য সম্প্রতি জগন্নাথ ধামে দেখা গেছে শুভশ্রীকে। তিনি ‘বিনোদিনী’ চরিত্রে পুরনো আমলের সবুজ বালুচরি শাড়ি, জাঁকজমকপূর্ণ গয়না এবং সাবেকি চুলের ছাদে সেজেছেন। হাতে ছিল বাহারি বটুয়া, মাথায় বড়সড় বিনুনি ও বাহারি খোঁপা সজ্জিত।

শুভশ্রী ও অভিনেতা ব্রাত্য বসু ‘গিরিশ ঘোষ’ ছবির জগন্নাথ মন্দিরে বেড়াতে আসার দৃশ্যের শুটিং করেন, যা ইতোমধ্যে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।

 

আজকের প্রথা/এআর