লামিমার কারণে শিমুলের বিয়ে আটকে গেছে? জানালেন সত্যি ঘটনা


লামিমা শিমুল : ছবি সংগৃহীত
বাংলাদেশের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। এই নাটকে শিমুল ও লামিমার রসায়ন দর্শকের হৃদয়ে দাগ কেটেছে। তাদের জুটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে নানা মিম, ভিডিও ক্লিপ, এবং গুঞ্জন। বহু দর্শকই ভাবছেন, বাস্তব জীবনেও হয়তো তারা প্রেম করছেন।
সম্প্রতি এসব গুঞ্জনের মুখে মুখ খুলেছেন শিমুল। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “অনেকে মনে করেন, আমি আর লামিমা প্রেম করছি। বাস্তবে এটা পুরোপুরি ভ্রান্ত ধারণা। উনি আমার সহশিল্পী, আমাদের সম্পর্ক পেশাগত এবং পারিবারিক।”
তিনি মজা করে আরও যোগ করেন, “লোকজন ভাবে আমি লামিমার প্রেমে পড়েছি, তাই নাকি আমার বিয়েটাও আটকে আছে! বাস্তবে আমি তাকে ‘আপু’ বলে ডাকি, উনিও আমাকে ‘ভাইয়া’ বলেন।”
শিমুল মনে করেন, তাদের স্ক্রিন কেমিস্ট্রি এতটাই শক্তিশালী যে দর্শকরা সেটাকে বাস্তব ধরে নিচ্ছেন। তিনি বলেন, “দর্শকদের ভালোবাসা পেলে আমরা দায়িত্ববোধ থেকে আরও ভালো অভিনয়ের চেষ্টা করি।”
এদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পঞ্চম সিজন ইউটিউব ও ওটিটি প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলেছে। এই সিরিজে শিমুল ছাড়াও আছেন মারজুক রাসেল, পলাশ, চাষী আলম, পাভেল, ইশতিয়াক রুমেল, লামিমা, মনিরা মিঠুসহ আরও অনেক জনপ্রিয় মুখ।
এই নাটকের সফলতা এবং শিমুল-লামিমার জুটির জনপ্রিয়তা প্রমাণ করে, দর্শকরা এখন গল্পের পাশাপাশি চরিত্রদের আন্তঃসম্পর্ককেও গুরুত্ব দিয়ে দেখছেন। যদিও পর্দার রসায়ন বাস্তবে মেলেনা, তবুও বাস্তব জীবনে এমন বন্ধুত্ব ও পেশাদার সম্পর্কও প্রশংসনীয়।
আজকের প্রথা/মেহেদি-হাসান