প্রেমের গুঞ্জনে পরিচালক সৃজিত ও সুস্মিতা


সৃজিত ও সুস্মিতা ছবি : সংগৃহীত
ওড়িশার পুরী শহরে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর শুটিং চলছে পুরোদমে। তিন শতাব্দীর তিনটি প্রেমকাহিনি নিয়ে নির্মিত এই ছবির কাজের মাঝেই প্রকাশ্যে এলো পরিচালক সৃজিত ও অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের বিশেষ সম্পর্কের গুঞ্জন।
ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, সিনেমার কাজ করতে গিয়েই সৃজিত ও সুস্মিতার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। সৃজিতের ‘মার্ক্স ইন কলকাতা’ নাটকের প্রথম মঞ্চায়ন দেখতে গিয়েছিলেন সুস্মিতা। পরবর্তীতে একাধিক সিনেমার প্রিমিয়ারে এবং পরিচালকের বন্ধু মহলে তাঁদের একসঙ্গে দেখা গেছে।
পুরীর সৈকতে শুটিং চলাকালীন সৃজিতের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সুস্মিতা। ছবির ক্যাপশনে লেখেন, “স্যার চোখের মধ্যে।” ওই ছবিতে সৃজিতের দেওয়া লাভ রিয়েকশন নিয়ে জল্পনা আরও তীব্র হয়। নেটিজেনদের অনেকে তাঁদের সম্পর্ক নিয়ে ইতিবাচক মন্তব্য করলেও, কেউ কেউ সমালোচনাও করেছেন।
পরিচালকের ঘনিষ্ঠ এক সূত্র গণমাধ্যমকে বলেন, “সৃজিত ও সুস্মিতার বন্ধুত্ব এখন বিশেষ পর্যায়ে পৌঁছেছে। বিষয়টি বিশেষ বন্ধুত্বের দিকেই যাচ্ছে বলে মনে করছেন অনেকে।”
এদিকে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির বিভিন্ন চরিত্রের লুক ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা গেছে 'বিনোদিনী' চরিত্রে, যিশু সেনগুপ্ত থাকছেন 'নিত্যানন্দ প্রভু' রূপে এবং ব্রাত্য বসু রূপদান করছেন 'গিরীশচন্দ্র ঘোষ' চরিত্রে। দীর্ঘ ছয় বছর ধরে নির্মাণ পরিকল্পনায় থাকা সিনেমাটি আসছে ডিসেম্বরেই মুক্তি পাবে বলে জানা গেছে।
আজকের প্রথা/এআর