উত্তরায় বিমান বিধ্বস্ত

মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত, এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই, ২০২৫ এ ১১:৪০ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় আগামী মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার), যা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পেজে মধ্যরাতে জানানো হয়।

ফেসবুক পেজের স্ট্যাটাসে বলা হয়:

"শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাক্ষাত হয়েছে। আজকের (মঙ্গলবার) এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা। এডমিন।”

এদিকে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২২ জন এবং আহত হয়েছেন অন্তত ১৭১ জন। বড় পরিসরে হতাহতের প্রেক্ষিতে সরকার মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এর আগে, চলমান ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় বন্যা ও কারফিউয়ের কারণে কুমিল্লা, গোপালগঞ্জ এবং কয়েকটি বোর্ডে আংশিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

📌 ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা তথ্য সংক্ষেপে:

শুরু: ২৬ জুন সকাল ১০টা

কেন্দ্র: ২,৭৯৭টি

পরীক্ষার্থী: প্রায় ১২ লাখ ৫১ হাজার

লিখিত পরীক্ষা: চলবে ১০ আগস্ট পর্যন্ত

ব্যবহারিক পরীক্ষা: ১১-২১ আগস্ট