প্রাথমিক বিদ্যালয়ে ‘শিশু শহীদ স্মরণে’ জুলাই কেন্দ্রিক অনুষ্ঠানের জন্য বরাদ্দ ১৬৩ কোটি টাকা


ছবি : আজকের প্রথা গ্রাফিক্স
সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান’ পালনের জন্য প্রতিটি বিদ্যালয়কে ২,৫০০ টাকা করে বরাদ্দ দিয়েছে সরকার। এ লক্ষ্যে ৫১৩টি উপজেলায় মোট বরাদ্দের পরিমাণ ১৬৩ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা।
বুধবার (১৬ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এই বরাদ্দ ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের ‘অনুষ্ঠান/উৎসবাদি’ খাত থেকে সরবরাহ করা হবে।
জুলাই স্মরণ: শিশু শহীদদের সম্মানে দেশব্যাপী কর্মসূচি
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শহীদদের স্মরণে জুলাই মাসে বিশেষ অনুষ্ঠান আয়োজনের জন্য এই বরাদ্দ প্রদান করা হয়েছে। বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে বিতরণ করা হবে।
অর্থ ব্যয়ের শর্তাবলি:
অর্থ ব্যয়ের ক্ষেত্রে কড়াকড়ি শর্ত আরোপ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শর্তগুলো হলো—
১. সরকারি বিধি মোতাবেক ব্যয় নিশ্চিত করতে হবে।
২. বরাদ্দকৃত অর্থ শুধুমাত্র ‘শিশু শহীদদের স্মরণে জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান’ আয়োজনেই ব্যবহার করা যাবে।
৩. কোনো অনিয়মিত বা বিধিবহির্ভূত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
4. বরাদ্দের যেকোনো অব্যয়িত অর্থ ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।
উদ্দেশ্য ও প্রত্যাশা:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এই বরাদ্দের ফলে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শিশু শহীদদের স্মরণে’ যথাযথ মর্যাদায় ও ঐকান্তিকভাবে অনুষ্ঠান আয়োজন সম্ভব হবে।
আজকের প্রথা/এআর