মিটফোর্ডে ব্যবসায়ী খুনের প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই, ২০২৫ এ ৫:২৭ পিএম
ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাবির শিক্ষার্থীরা। ছবি: আজকের প্রথা

ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাবির শিক্ষার্থীরা। ছবি: আজকের প্রথা

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হলপাড়া থেকে শুরু হওয়া মিছিলটি ভিসি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ শেষে রাজু ভাস্কর্যের দিকে অগ্রসর হয়।

সমাবেশে শিক্ষার্থীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘পাথর মেরে সোহাগ খুন’, ‘বিএনপি জবাব দে’, ‘সন্ত্রাস রুখে দেবে ছাত্রসমাজ’—এই ধরনের স্লোগান দেন। তারা দাবি করেন, এ ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ঢাবি শিক্ষার্থী এবি জুবায়ের বলেন,

“৫ আগস্টের পর থেকে আমরা দেশকে নতুন করে গুছিয়ে তোলার চেষ্টা করেছি। কিন্তু এই পথের একমাত্র বাধা একটি সন্ত্রাসী দল। ভিডিও ফুটেজে দেখা গেছে, জাতীয়তাবাদী চাঁদাবাজ দল একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যা করেছে। আমরা কি তবে আবার প্রস্তর যুগে ফিরে যাচ্ছি?”

বিচার ও সংস্কারের দাবি শিক্ষার্থীদের

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন,

“যেভাবে ছাত্রবন্ধুরা আজ প্রতিবাদে নেমেছে, আওয়ামী লীগ সরকারের সময়েও আমরা একইভাবে প্রতিবাদ করেছি। কিন্তু বিএনপি এখন নিজেদের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। ১৬ বছর মজলুম ছিল যারা, তারা এখন জালিমে পরিণত হয়েছে।”

তিনি আরও বলেন,

“শুধু সোহাগ নয়, গত ১০ মাসে বিএনপির সন্ত্রাসে শতাধিক মানুষ খুন হয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আর দেশে যদি গ্রহণযোগ্য নির্বাচন চাই, তাহলে আগে রাজনৈতিক সংস্কার প্রয়োজন। সংস্কার ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না।”

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা রাজনীতিতে শুদ্ধতা, অপরাধীদের শাস্তি ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের দাবি জানান।

 

আজকের প্রথা/ইতিআর