জাকসু ভোটে গুরুতর অভিযোগ তুললেন ভিপি প্রার্থী সাদী

শিক্ষা ডেস্ক
শিক্ষা ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৫ এ ৫:১১ এএম
জাকসু নির্বাচনে ভোট দেওয়ার পর গুরুতর অভিযোগ তুললেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান। ছবি:সংগৃহীত

জাকসু নির্বাচনে ভোট দেওয়ার পর গুরুতর অভিযোগ তুললেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান। ছবি:সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. শেখ সাদী হাসান। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মীর মোশাররফ হোসেন হলে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদী হাসান প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেন। তিনি অভিযোগ করে বলেন, “নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনের প্রার্থীকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এমনকি অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে, যা কাউকে বিজয়ী করার একটি কৌশল হতে পারে।”

তিনি দাবি করেন, ভোট অবশ্যই ম্যানুয়ালি গণনা করতে হবে। একই সঙ্গে অভিযোগ করেন, শিবির সভাপতি হলে প্রবেশ করে ভোটারদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন।

দেশবিরোধী শক্তির প্রসঙ্গ টেনে সাদী বলেন, “১৯৭১ ও ২০২৪ সালে যারা দেশ ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না। সব বাধা পেরিয়ে শিক্ষার্থীরাই ছাত্রদলকে বিজয়ী করবে। জাহাঙ্গীরনগর একটি প্রগতিশীল বিশ্ববিদ্যালয়, এখানে পরাজিত শক্তির কোনো ঠাঁই নেই।”

প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করে তিনি আরও বলেন, “গতকাল থেকে প্রশাসনের আচরণ একপেশে। অভিযোগ জানানোর পরও নির্বাচন কমিশন নিরব থেকেছে।” তবে তিনি স্পষ্ট করে জানান, “ফলাফল যাই হোক না কেন, আমরা তা মেনে নেওয়ার মানসিকতা রাখি।”