এইচএসসি সমমান পরীক্ষার সারাদেশে পাসের হার ৫৮.৮৩ শতাংশ

শিক্ষা ডেস্ক
শিক্ষা ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৫ এ ৯:০৩ এএম
এইচএসসি ২০২৫ পরীক্ষার ফলাফল ঘোষণা ছবি: সংগৃহীত

এইচএসসি ২০২৫ পরীক্ষার ফলাফল ঘোষণা ছবি: সংগৃহীত

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় সারা দেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮.৯৫ শতাংশ কম।

এ বছর ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন পুরুষ ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন নারী শিক্ষার্থী। সারা দেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

বোর্ডভিত্তিক পাসের হার:

ঢাকা: ৬৪.৬২%

রাজশাহী: ৫৯.৪০%

কুমিল্লা: ৪৮.৮৬%

যশোর: ৫০.২০%

চট্টগ্রাম: ৫২.৫৭%

বরিশাল: ৬২.৫৭%

সিলেট: ৫১.৮৬%

দিনাজপুর: ৫৭.৪৯%

ময়মনসিংহ: ৫১.৫৪%

মাদরাসা বোর্ড: ৭৫.৬১%

কারিগরি বোর্ড: ৬২.৫৭%

ফল জানার নিয়ম:

শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে
👉 ওয়েবসাইটে: www.educationboardresults.gov.bd

👉 অথবা এসএমএসে:
HSC <স্পেস> বোর্ডের নাম (প্রথম তিন অক্ষর) <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: HSC DHA 123456 2024 পাঠাতে হবে 16222-এ।