বিদেশি ঋণ চুক্তিতে নতুন শর্ত দিল ইআরডি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই, ২০২৫ এ ১০:১৩ এএম
বিদেশি ঋণ প্রকল্পে নতুন নিয়ম কার্যকর।  ছবি : সংগৃহীত

বিদেশি ঋণ প্রকল্পে নতুন নিয়ম কার্যকর। ছবি : সংগৃহীত

চুক্তি সইয়ের আগে পূরণ করতে হবে সাত শর্ত । ইআরডির নতুন পরিপত্রে নির্দেশনা

বিদেশি ঋণে পরিচালিত উন্নয়ন প্রকল্পে চুক্তি সইয়ের আগে সাতটি শর্ত পূরণ করতে হবে এমন নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি

রোববার ২৮ জুলাই ইআরডির পক্ষ থেকে একটি পরিপত্র জারি করা হয় যেখানে বলা হয়েছে যে ভূমি অধিগ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন পরিকল্পনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিতে হবে এছাড়াও প্রকল্প পরিচালকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ সম্পন্ন করতে হবে

পরিপত্রে আরও বলা হয়েছে যে প্রকল্পের ডিপিপি অনুমোদনের কাজ শেষ করতে হবে প্রকল্পে পূর্ত পণ্য ও সেবা কাজের জন্য ব্যয় প্রাক্কলন করতে হবে দরপত্রের খসড়া প্রস্তুত করতে হবে চুক্তি কার্যকর হওয়ার আগেই কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে

ঋণদাতা সংস্থা ও ইআরডির মধ্যে চুক্তির শর্তে অর্থ বিভাগের সম্মতি নিতে হবে প্রকল্প সংশ্লিষ্ট সংস্থা এবং বাস্তবায়নকারী সংস্থার মধ্যে পরিষেবা স্থানান্তরের বিষয়ে সময় নির্ধারিত সমঝোতা করতে হবে

পরিকল্পনা কমিশনের আইএমইডির পর্যবেক্ষণে দেখা গেছে একনেক সভায় প্রকল্প অনুমোদনের পর কাজ শুরু হয় এরপরই জনবল নিয়োগ গ্যাস ও বিদ্যুৎ লাইন স্থানান্তর এবং ভূমি অধিগ্রহণ শুরু হয় অথচ তার আগে অনেক সময় ঋণচুক্তি সই হয়ে যায় যা প্রকল্প বাস্তবায়নে জটিলতা তৈরি করে

এই সমস্যা দূর করতেই ইআরডি এই সাত শর্ত দিয়েছে এতে সময়মতো প্রকল্প শুরু করা সম্ভব হবে খরচ নিয়ন্ত্রণে থাকবে এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গেও কার্যকর যোগাযোগ তৈরি হবে

সরকারি মন্ত্রণালয় বিভাগ এবং অধীনস্থ সংস্থাগুলোকে ডিপিপি তৈরির আগেই এই শর্তগুলো পূরণ করতে হবে বিষয়টির গুরুত্ব বিবেচনায় পরিপত্রের কপি মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টার কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে