৭ অক্টোবর স্বর্ণের সর্বশেষ বাজার দর

অর্থনীতি ডেস্ক
অর্থনীতি ডেস্ক
৭ অক্টোবর, ২০২৫ এ ৩:৪২ এএম
স্বর্ণ। ছবি:সংগৃহীত

স্বর্ণ। ছবি:সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। দু’দফা কমার পর সোমবার (৬ অক্টোবর) নতুন করে স্বর্ণের মূল্য বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভরিপ্রতি স্বর্ণের দাম বেড়েছে সর্বোচ্চ তিন হাজার ১৫০ টাকা। ফলে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে দেশের বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ টাকার ওপরে।

বাজুসের সর্বশেষ ঘোষণায় বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী বা পিওর গোল্ডের দাম বাড়ায় স্বর্ণের নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হবে ২,০০,৭২৬ টাকায়। আজ থেকে এই নতুন দর সারা দেশে কার্যকর হয়েছে।

২১ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১,৯১,৬০৫ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৬৪,২২৯ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ এখন বিক্রি হবে ১,৩৬,৪৪৫ টাকায়।

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হবে ২,৮১১ টাকায়, ২১ ক্যারেট রুপার ভরি ২,৬৮৩ টাকায় এবং ১৮ ক্যারেট রুপার ভরি ২,২৯৮ টাকায়। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১,৭২৬ টাকা।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের উত্থান এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন—এই দুই কারণেই স্থানীয় বাজারে স্বর্ণের দাম বাড়ছে।