সাময়িক বরখাস্ত চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন


চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন
গত শনিবার ও রোববার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা শাটডাউন ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে অংশগ্রহণের কারণে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।
মঙ্গলবার (১ জুলাই) মধ্যরাতে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানা গেছে। তবে গত সোমবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, সঠিক সেবা প্রদান করলে কারো কোনো সমস্যা হবে না।
এনবিআর সূত্র জানায়, এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ তাদের দাবিতে শনিবার (২৮ জুন) থেকে সারাদেশে কমপ্লিট শাটডাউন ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি শুরু করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এতে এনবিআরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
আন্দোলন ঠেকাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের সেবাকে ‘অত্যাবশকীয় সেবা’ হিসেবে ঘোষণা করা হয়। এ সিদ্ধান্তের পর রোববার (২৯ জুন) রাতে ঐক্য পরিষদ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়।
সেই দিনই সরকারের রাজস্ব ক্ষতি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঐক্য পরিষদের সভাপতি, সহসভাপতি ও ৬ কর্মকর্তা সম্পর্কে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করে।
মঙ্গলবারও আন্দোলনের সামনের সারিতে থাকা এনবিআরের তিন কর্মকর্তা সহ আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের কথা দুদকের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর ধারাবাহিকতায় গত শনিবার ও রোববারের কর্মসূচিতে উপস্থিত থাকার অভিযোগে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হলো।
আজকের প্রথা/এআর