আজ এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা-দেখুন কত হলো

অর্থনীতি ডেস্ক
অর্থনীতি ডেস্ক
২ নভেম্বর, ২০২৫ এ ৮:৪৮ এএম
এলপি গ্যাস। ছবি  সংগৃহীত

এলপি গ্যাস। ছবি সংগৃহীত

নভেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হইবে আজ রোববার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তি অনুযায়ী, বিকাল তিনটায় আনুষ্ঠানিকভাবে এই মূল্য ঘোষণার কার্যক্রম সম্পন্ন করা হইবে। এই সভায় শুধু যে গৃহস্থালি এলপিজির দামই নির্ধারিত হইবে তাহা নহে, একইসঙ্গে পরিবহন খাতের জন্য অটোগ্যাসের নতুন মূল্যও চূড়ান্তভাবে ঘোষণা করা হইবে।

বিইআরসি হইতে প্রেরিত বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হইয়াছে যে, সৌদি আরামকো কর্তৃক নভেম্বর ২০২৫-এর জন্য ঘোষিত সৌদি কন্ট্র্যাক্ট প্রাইস (সিপি) অনুসরণ করিয়াই ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির এই মূল্য সমন্বয় করা হইবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেল ও গ্যাসের মূল্যের তারল্যই দেশীয় বাজারে এই দাম পরিবর্তনের মূল কারণ বলিয়া বিশেষজ্ঞগণ মনে করিতেছেন।

গত সাত অক্টোবর তারিখে এলপিজির সর্বশেষ মূল্য সমন্বয় করা হইছিল, যাহাতে বারো কেজি ওজনের একটি গ্যাস সিলিন্ডারের মূল্য পূর্ববর্তী মূল্য হইতে উনত্রিশ টাকা হ্রাস করা হয়। সেই সমন্বয় অনুযায়ী, প্রতিটি সিলিন্ডারের দাম এক হাজার দুই শত একচল্লিশ টাকা নির্ধারণ করা হইয়াছিল। আজকের এই ঘোষণার মাধ্যমে সেই মূল্য পুনরায় পরিবর্তিত হইবার সম্ভাবনা রহিয়াছে।

অটোগ্যাসের মূল্য নির্ধারণের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হইতেছে। গত অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম প্রতি লিটারে এক টাকা আটত্রিশ পয়সা হ্রাস করা হইয়াছিল, যাহার ফলে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ছাপ্পান্ন টাকা সাতাত্তর পয়সায় নির্ধারিত হয়। নভেম্বর মাসের জন্য এই মূল্য কতটুকু পরিবর্তিত হয়, তাহা আজকের ঘোষণার উপরেই নির্ভর করিবে।

২০২৪ সালের দামের ইতিহাস পর্যালোচনা করিলে দেখা যায় যে, এলপিজি ও অটোগ্যাসের মূল্য মোট চার দফা হ্রাস পাইয়াছে এবং সাত দফা বৃদ্ধি পাইয়াছে। গত বৎসরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বৃদ্ধি পাইয়াছিল, অন্যদিকে এপ্রিল, মে, জুন ও নভেম্বর মাসে দাম হ্রাস পাইয়াছিল। ডিসেম্বর মাসে দাম অপরিবর্তিত রাখা হইয়াছিল। বর্তমান বৈশ্বিক বাজার পরিস্থিতি ও স্থানীয় বাজার বিশ্লেষণ করিলে দেখা যায়, নভেম্বর মাসের জন্য দাম পূর্বের মাসের তুলনায় স্থিতিশীল অথবা সামান্য পরিমাণে পরিবর্তিত হইবার সম্ভাবনা অধিক।