Something went wrong

বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান পদ হারাচ্ছেন এম নাজমুল ইসলাম

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারী, ২০২৬ এ ১০:৫১ এএম
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম—সাম্প্রতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ছবি: সংগৃহীত

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম—সাম্প্রতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ছবি: সংগৃহীত

ক্রিকেটারদের টানা অসন্তোষ ও প্রতিবাদের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত জরুরি অনলাইন বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি বিসিবির একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

বোর্ড সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের নিয়ে নাজমুল ইসলামের একাধিক মন্তব্য বিসিবির অভ্যন্তরে এবং ক্রিকেটাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরিস্থিতি সামাল দিতে এবং চলমান অস্থিরতা নিরসনে অর্থ কমিটির চেয়ারম্যান পদে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, কোনো পরিচালক মৃত্যু, মানসিক অক্ষমতা, শৃঙ্খলাজনিত শাস্তি, আর্থিক দেউলিয়াত্ব অথবা টানা তিনটি বোর্ড সভায় অনুপস্থিত না থাকলে পরিচালক পদ হারান না। নাজমুল ইসলামের ক্ষেত্রে এসব কোনো শর্তই প্রযোজ্য নয়। তবে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলে বোর্ড তার দায়িত্ব পরিবর্তনের সুযোগ পায়।

গত সপ্তাহে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ঘিরে করা নাজমুল ইসলামের মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর তিনি ক্রিকেটারদের অবদান নিয়েও প্রশ্ন তোলেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এ নিয়ে ক্রিকেটারদের প্রতিনিধিত্বকারী সংগঠন কোয়াব প্রকাশ্যে প্রতিবাদ জানায়।

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন এক প্রতিক্রিয়ায় বলেন, একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক হিসেবে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জানান, ক্রিকেটাররা দ্রুত নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেছেন এবং প্রয়োজনে কঠোর কর্মসূচির কথাও ভাবছেন।

এই অস্থিরতার প্রভাব পড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)। বৃহস্পতিবার ঢাকা পর্ব শুরু হওয়ার কথা থাকলেও অনিশ্চয়তার কারণে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। বিষয়টি বিসিবির জন্য নতুন করে চাপ তৈরি করে।

সবশেষে বোর্ড সভায় অর্থ কমিটির চেয়ারম্যান পদে নাজমুল ইসলামকে অব্যাহতির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এখন তার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ও বিসিবির ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছে দেশের ক্রিকেট অঙ্গন।

বর্তমান পরিস্থিতিতে বিসিবি দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের পথে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণার পর অর্থ কমিটির নতুন নেতৃত্ব এবং বোর্ডের পরবর্তী পদক্ষেপ স্পষ্ট হবে।