দলে সাইফউদ্দিন, সিদ্ধান্তের পেছনের কারণ জানালেন লিটন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১০ জুলাই, ২০২৫ এ ৬:০৬ এএম
দলে সাইফউদ্দিন, সিদ্ধান্তের পেছনের কারণ জানালেন লিটন

বাংলাদেশ দলে একজন দক্ষ পেস বোলিং অলরাউন্ডারের অভাব বহুদিন ধরেই অনুভূত হচ্ছিল। সেই শূন্যতা কিছুটা হলেও পূরণ করছেন তানজিম হাসান সাকিব। ব্যাটে-বলে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে তিনি সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। ইনিংসের শেষদিকে দ্রুত রান তোলার পাশাপাশি বল হাতেও উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই ডানহাতি পেসার।

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ২১ বলে অপরাজিত ৩৩ রান করে দলের স্কোরবোর্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তানজিম।

এবার টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে একই ধরনের ভূমিকার জন্য দলে ফেরানো হয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। ব্যাটে-বলে তার কাছ থেকেও অবদান রাখার প্রত্যাশা করছে দল।

সিরিজ শুরুর আগে বিষয়টি স্পষ্ট করেছেন অধিনায়ক লিটন দাস। তিনি বলেন,
‘আমার মনে হয়, বাংলাদেশ অনেক দিন ধরেই একজন অলরাউন্ডার মিস করছিল। যদিও আমরা চেষ্টা করছি সাকিবকে সেই জায়গায় অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে। সে কয়েকটি ম্যাচে ভালো ব্যাটিংও করেছে।’

তিনি আরও বলেন,
‘আমার মনে হয়, সাইফউদ্দিনও সে রকম টাইপের খেলোয়াড়। যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটিং-বোলিং দুটোই গুরুত্বপূর্ণ, আমরা নির্বাচক প্যানেল ও দল থেকে চেষ্টা করেছি তাকে সুযোগ দেওয়ার। এখন দেখা যাক, সে কী করতে পারে।’

এদিকে নিজের ফর্ম নিয়ে চলমান আলোচনা নিয়ে লিটন বলেন,
‘এখানে ছন্দ ব্যাপারটা আসলে তেমন কিছু না। ওয়ানডেতে ভালো করতে পারিনি বলে বেঞ্চে বসে ছিলাম। সেই সময়টায় যতটা সম্ভব টি-টোয়েন্টির জন্য অনুশীলন করেছি। এখন চেষ্টা করব সেটাকে মাঠে কাজে লাগাতে।’