তামিম-শান্তদের আগে নারী ক্রিকেটারদের পাওয়ার হিটিং শেখাচ্ছে কোচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট, ২০২৫ এ ৫:১৫ এএম
টি-টোয়েন্টিতে উন্নতির পথে নারী দল । ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টিতে উন্নতির পথে নারী দল । ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি ফরম্যাটে অন্যান্য দেশের তুলনায় এখনো অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ, বিশেষত বড় শট খেলার ক্ষেত্রে। পুরুষ ও নারী উভয় দলের ক্রিকেটারদের মধ্যে এই দুর্বলতা দীর্ঘদিন ধরেই স্পষ্ট। বর্তমান যুগে টি-টোয়েন্টিতে পাওয়ার হিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দক্ষতা, যা দিয়ে রেকর্ড ভাঙাগড়ার নজির তৈরি হচ্ছে নিয়মিত। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক ও ঘরোয়া প্রতিযোগিতায় সাফল্য বাড়াতে পাওয়ার হিটিং দক্ষতা উন্নয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যদিও ব্যক্তিগতভাবে কিছু তরুণ ক্রিকেটার টি-টোয়েন্টির সঙ্গে মানিয়ে নিয়েছেন, দলগতভাবে এখনো পিছিয়ে আছে বাংলাদেশ। এই ঘাটতি কাটাতে বিসিবি সম্প্রতি নিয়োগ দিয়েছে বিশ্বের অন্যতম সেরা পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে। বাংলাদেশে পা রাখার পরই তিনি শুরু করেছেন প্রশিক্ষণ কার্যক্রম। তবে পুরুষ দলের সঙ্গে কাজ শুরু করার আগে জুলিয়ান উড নজর দিয়েছেন দেশের নারী দলের দিকে। নিগার সুলতানা জ্যোতিদের নিয়ে তিন দিনব্যাপী সেশন পরিচালনা করেছেন তিনি। আগামী দুই দিনও নারী ক্রিকেটারদের সঙ্গে তার নিবিড় প্রশিক্ষণ চলবে। নারী দলের একটি সূত্র জানিয়েছে, ক্যাম্পে থাকা ২০ জন ক্রিকেটারের সঙ্গে মূলত শক্তি উৎপাদন এবং বড় শট খেলার কৌশল নিয়ে কাজ করছেন এই বিশেষজ্ঞ কোচ।

পাওয়ার হিটিং প্রশিক্ষণে নারী ক্রিকেটারদের আগ্রহ ও মনোযোগ দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন উড। তিনি জানিয়েছেন, খেলোয়াড়দের প্রযুক্তিগত দিকের পাশাপাশি মানসিক প্রস্তুতিতেও জোর দেওয়া হচ্ছে, যাতে ম্যাচ পরিস্থিতিতে বড় শট খেলার আত্মবিশ্বাস তৈরি হয়।

এদিকে, মঙ্গলবার দেশের প্রথম সারির ক্রিকেট কোচদের সঙ্গেও বৈঠক করেছেন জুলিয়ান উড। সেখানে তিনি পাওয়ার হিটিংয়ের কৌশল, ড্রিল এবং ম্যাচে প্রয়োগের বিভিন্ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিসিবির বিশ্বাস, এই উদ্যোগ দীর্ঘমেয়াদে বাংলাদেশ নারী ও পুরুষ উভয় দলের টি-টোয়েন্টি পারফরম্যান্সে ইতিবাচক পরিবর্তন আনবে।