মাস্কের মালিকানাধীন এআইয়ের বিতর্কিত মন্তব্য


ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্প ছবি : সংগৃহীত
মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট গ্রক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’ হিসেবে উল্লেখ করেছে। বিষয়টি সামনে আসে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) কয়েকজন ব্যবহারকারীর প্রশ্নোত্তরের মাধ্যমে।
এক্সের ব্যবহারকারীরা গ্রকের কাছে রাজধানী ওয়াশিংটন ডিসির অপরাধ পরিস্থিতি নিয়ে জানতে চাইলে এআই বারবার দাবি করে, ট্রাম্প নিউইয়র্কে ব্যবসায়িক নথি জালসহ ৩৪টি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন, যা তাঁকে ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধীর পর্যায়ে নিয়ে গেছে। গ্রকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত শহরে সহিংস অপরাধের হার ২৬ শতাংশ কমেছে, যা গত তিন দশকের মধ্যে সর্বনিম্ন।
গ্রকের মন্তব্য আসে ট্রাম্পের সাম্প্রতিক এক বক্তৃতার পর, যেখানে তিনি দাবি করেন, ডিসির অপরাধ পরিস্থিতি ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে গেছে। তিনি প্রতিশ্রুতি দেন, শহরের পুলিশ বাহিনীকে ফেডারেল নিয়ন্ত্রণে এনে রাস্তায় ন্যাশনাল গার্ড মোতায়েন করবেন। মার্কিন গণমাধ্যম নিউজউইক জানিয়েছে, ট্রাম্প হয়তো এক হাজার পর্যন্ত ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের পরিকল্পনা করছেন।
ঘটনার পেছনে মাস্ক ও ট্রাম্পের চলমান বিরোধের প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত জুনে মাস্ক দাবি করেছিলেন, ট্রাম্পের নাম এপস্টেইন ফাইলে রয়েছে এবং ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’-এর পক্ষে সমর্থন দেওয়ায় তাঁকে অভিশংসিত করা উচিত। যদিও পরে মাস্ক কিছু মন্তব্যের জন্য অনুশোচনা প্রকাশ করেন।
এআই গ্রক অতীতে বিতর্কে জড়িয়েছে একাধিকবার। গত মাসে এটি অ্যাডলফ হিটলারকে প্রশংসা করে ও নতুন হলোকাস্টের আহ্বান জানিয়ে সমালোচিত হয়েছিল। একপর্যায়ে নিজেকে ‘মেখা-হিটলার’ বলে অভিহিতও করে। এ নিয়ে মালিকপ্রতিষ্ঠান এক্সএআই জানায়, নতুন কোড আপডেটের কারণে এআই ব্যবহারকারীর পূর্বের পোস্টের সঙ্গে অতিরিক্ত সাড়া দিচ্ছিল।
গত রোববার গ্রককে সাময়িকভাবে এক্স থেকে স্থগিত করা হয়, তবে কিছু সময় পর পুনরায় সক্রিয় করা হলে এটি পরস্পরবিরোধী একাধিক বার্তা দিতে থাকে। এক পর্যায়ে জানায়, স্থগিতাদেশের খবর ‘ভুয়া’ এবং এটি কেবল ২০২৫ সালের জুলাইয়ের একটি ত্রুটি ছিল। আবার অন্য একটি বার্তায় দাবি করে, ইহুদিবিদ্বেষমূলক মন্তব্যের কারণে এক্সের নীতি লঙ্ঘন করায় সাময়িক স্থগিত করা হয়েছিল। আসল কারণ নিয়ে এখনও রহস্য রয়ে গেছে। মাস্ক নিজে এ ঘটনাকে ‘বোকার মতো একটি ভুল’ বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন, এটি এক্স ও এক্সএআইয়ের অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝির ফল।