অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো - জীবনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ


ফুটবল তারকা রোনালদোর প্রেমের গল্পের নতুন অধ্যায় , এক মিলিয়ন ডলারের আংটি পেলেন জর্জিনা । ছবি : সংগৃহীত
পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজের প্রেমের গল্প দীর্ঘদিন ধরে আলোচিত। তাদের ঘর ইতিমধ্যেই দুই সন্তানের হাসিতে মুখরিত হলেও এবার আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করলেন এই জুটি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল জর্জিনার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে, যেখানে তিনি বাম হাতে ঝলমলে এমারেল্ড কাট হীরার আংটি পরে একটি ছবি শেয়ার করেন।
জর্জিনার ক্যাপশন ছিল সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ— “Yes I do।” জুয়েলারি বিশেষজ্ঞদের ধারণা, আংটির ওজন ১০ থেকে ১৫ ক্যারেট এবং এর মূল্য অন্তত এক মিলিয়ন মার্কিন ডলার। আংটির আভিজাত্য ও ঝলক যেমন সবার নজর কেড়েছে, তেমনি রোনালদো-জর্জিনা সম্পর্কের নতুন অধ্যায়ও ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
৪০ বছর বয়সী রোনালদো এর আগে থেকেই বিয়ের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন, বিশেষ করে জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ আই অ্যাম জর্জিনা-তে। সেখানে তিনি উল্লেখ করেছিলেন, “যখন সঠিক মুহূর্ত আসবে, তখনই হবে।” অবশেষে সেই মুহূর্ত এসেছে এবং ভালোবাসার গল্পে যোগ হলো নতুন বাঁক।
২০১৬ সালে মাদ্রিদের একটি বুটিক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলেন জর্জিনা। সেখানেই রোনালদোর সঙ্গে তার প্রথম দেখা হয়। সেদিন থেকেই শুরু হয় তাদের সম্পর্ক, যা এখন পরিণত হয়েছে এক বড় পরিবারের রূপে। বর্তমানে তারা একসঙ্গে পাঁচ সন্তানের দায়িত্ব পালন করছেন— নিজেদের দুই সন্তান ছাড়াও রোনালদোর আগের তিন সন্তানের অভিভাবকও জর্জিনা।
বাগদানের পর এখন ভক্তদের আগ্রহ, বিয়েটি কবে এবং কোথায় হবে। এটি কি ঘনিষ্ঠদের নিয়ে ছোট আকারে আয়োজন হবে, নাকি হবে বিশ্বজোড়া আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান— তা সময়ই বলে দেবে। তবে নিশ্চিতভাবে বলা যায়, রোনালদো ও জর্জিনার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে, আর ফুটবল বিশ্বের দৃষ্টি এখন তাদের বিয়ের অনুষ্ঠানের দিকে।