সিলেটের পাথর লুট বন্ধে দুদকের সরাসরি অভিযান


সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর এলাকার বর্তমান চিত্র । ছবি : সংগৃহীত
সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর উদ্ধারে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নাজমুস সাদাত রাফির নেতৃত্বে বুধবার (১৩ আগস্ট) দুপুর থেকে অভিযান শুরু হয়।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানিয়েছেন, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধনের অভিযোগ এসেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে কমিশন ইনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়।
অভিযানে সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম অংশ নেয়, যার নেতৃত্ব দেন উপপরিচালক নাজমুস সাদাত রাফি। তিনি বলেন, “রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় দুদক সরাসরি মাঠে নেমেছে। অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান চলছে।”
দুদকের এক কর্মকর্তা জানান, স্থানীয় প্রশাসনের অসাধু যোগসাজশে সাদাপাথর এলাকায় রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের ঘটনায় অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ ও পর্যটন কেন্দ্র। দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধ পাথর উত্তোলন ও পাচারের অভিযোগ থাকলেও এবার দুদকের সরাসরি তৎপরতা বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে। স্থানীয়দের আশা, এই অভিযানের মাধ্যমে অবৈধ কার্যক্রম বন্ধ হয়ে রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষিত থাকবে।