চোট নিয়ে ১১ মিনিটে মাঠ ছাড়লেন মেসি-তবুও জিতল ইন্টার মায়ামি


লিওনেল মেসি আবারও চোটে পড়েছেন । ছবি : সংগৃহীত
শনিবার, ২ আগস্ট, ফ্লোরিডার চেইস স্টেডিয়ামে লিগস কাপের ম্যাচে মেক্সিকোর নেকাক্সার বিরুদ্ধে মাত্র ১১ মিনিট খেলেই মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে। যদিও তার চোটের কারণে অনুপস্থিতি, তবুও ইন্টার মিয়ামি পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলের জয় নিয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছেছে।
মেসির ডান পায়ের ঊরুর ওপরের অংশ বা কুঁচকির দিকে সমস্যা দেখা দেয়। চিকিৎসকরা দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এরপর মেসি নিজে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ড্রেসিংরুমে ফিরে যান। ইন্টার মিয়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, “মেসি কিছুটা অস্বস্তি অনুভব করছিল, তবে খুব বেশি ব্যথা ছিল না। তার চোটের প্রকৃত অবস্থা আমরা আগামীকাল পর্যন্ত জানবো।”
ম্যাচ চলাকালে মেসি বল নিয়ে নেকাক্সারের ডিফেন্ডার আলেক্সিস পেনার সঙ্গে সংঘর্ষে পড়েন। পরে মাঠে বসে পড়েন এবং পিঠে শুয়ে পড়েন। তার পরিবর্তে ফেদেরিকো রেডোন্ডো মাঠে নামেন।
ম্যাচটি ২-২ গোলে শেষ হয়। টাইব্রেকারে ৫-৪ গোলে জয় পায় ইন্টার মিয়ামি। দলের হয়ে গোল করেন রদ্রিগো দে পল, বেন ক্রেমাসচি, জর্দি আলবা, রেডোন্ডো ও লুইস সুয়ারেজ। শেষ মুহূর্তে সুয়ারেজ গোল করে জয় নিশ্চিত করেন।
গত মার্চে বিশ্বকাপ বাছাই পর্বে মেসি একই কুঁচকি চোটে ভুগেছিলেন। এই মৌসুমে এমএলএসে তিনি ১৮ ম্যাচে ১৮ গোল ও ৯ অ্যাসিস্ট করেছেন। ইন্টার মিয়ামি আগামী বুধবার লিগস কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পুমাসের মুখোমুখি হবে, তবে মেসির খেলা অনিশ্চিত।