ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ের কাছাকাছি বাংলাদেশ নারী ফুটবল দল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৭ আগস্ট, ২০২৫ এ ৯:৩৬ এএম
ফিফা র‍্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী দল। ছবি : সংগৃহীত

ফিফা র‍্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী দল। ছবি : সংগৃহীত

এক ঐতিহাসিক অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা প্রকাশিত সর্বশেষ র‍্যাংকিং অনুযায়ী, নিজেদের ইতিহাসের সেরা অবস্থানের থেকে মাত্র তিন ধাপ দূরে অবস্থান করছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এর মধ্যেই একটি রেকর্ড গড়ে ফেলেছে দলটি। ফিফার আজ (৭ আগস্ট) প্রকাশিত র‍্যাংকিং হালনাগাদে দেখা গেছে, বাংলাদেশ নারী দল এক লাফে ২৪ ধাপ এগিয়ে ১০৪তম স্থানে উঠে এসেছে। এই অগ্রগতির ফলে দলের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৭৯.৮৭। যা আগের ১০৯৯.৩৬ পয়েন্ট থেকে প্রায় ৮০ পয়েন্টের উন্নতি। এই লাফ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অগ্রগতি। এর আগে ২০১৭ সালের মার্চ মাসে ১১ ধাপ এগিয়ে সর্বোচ্চ সাফল্যের মুখ দেখেছিল দলটি। কিন্তু এবারের ২৪ ধাপের অগ্রগতি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এই হালনাগাদে বিশ্বের আর কোনো দল বাংলাদেশের মতো বড় লাফ দিতে পারেনি।

এই অসাধারণ সাফল্যের পেছনে আছে এশিয়ান কাপ বাছাই পর্বে দলের দুর্দান্ত পারফরম্যান্স। মিয়ানমারে অনুষ্ঠিত এই পর্বে বাংলাদেশ টানা তিন ম্যাচে পরাজিত করেছে বাহরাইন, মিয়ানমার এবং তাজিকিস্তানকে। এই তিন জয়ের ফলে বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়।

এই অর্জনের পরই এসেছে র‍্যাংকিংয়ে বিশাল উন্নতির খবর। তবে ইতিহাস গড়তে হলে বাংলাদেশকে এখনো অতিক্রম করতে হবে আরও পাঁচ ধাপ। বর্তমানে ১০০তম স্থানে যাওয়ার জন্য প্রয়োজন আরও ২৩ রেটিং পয়েন্ট, যেখানে ৯৯তম স্থানে থাকা ডমিনিকান রিপাবলিকের রেটিং পয়েন্ট ১২০১.০৫। বাংলাদেশ এর আগে ২০১৩ ও ২০১৭ সালে দুইবার ১০০তম অবস্থানে পৌঁছেছিল। সেই সাফল্য পুনরুদ্ধার করতে হলে বাংলাদেশকে সামনে থাকা প্রতিটি ম্যাচে জয় নিশ্চিত করতে হবে।

ফিফা জানিয়েছে, পরবর্তী র‍্যাংকিং হালনাগাদ হবে ২০২৫ সালের ১১ ডিসেম্বর। তার আগে বাংলাদেশ এই ২৩ রেটিং পয়েন্ট অর্জন করতে পারে কি না, সেটিই এখন ক্রীড়াপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে।