মেসির ইনজুরির নতুন আপডেট প্রকাশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৪ আগস্ট, ২০২৫ এ ৪:৫৭ এএম
হ্যামস্ট্রিং ইনজুরিতে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা। ছবি : সংগৃহীত

হ্যামস্ট্রিং ইনজুরিতে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা। ছবি : সংগৃহীত

নেকাক্সার বিপক্ষে লিগস কাপের ম্যাচে মাত্র ১১ মিনিট খেলেই মাঠ ছেড়েছেন লিওনেল মেসি। মুহূর্তেই ফুটবলবিশ্বে ছড়িয়ে পড়ে উদ্বেগ—ইন্টার মায়ামির প্রাণভোমরা চোটে পড়েছেন!

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, আর্জেন্টাইন মহাতারকা হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। এবার ইএসপিএন আর্জেন্টিনার কন্ট্রিবিউটর ক্লদিও ফুটবলের বরাতে জানা গেছে, মেসির হ্যামস্ট্রিংয়ে ‘টেন্ডারনেস’ এবং কিছুটা ‘ব্রুইজিং’ পাওয়া গেছে। তবে বড় ধরনের ছিঁড়ে যাওয়া ইনজুরি নয় বলেই জানা গেছে।

তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন। ধারণা করা হচ্ছে, মেসিকে অন্তত ৩ থেকে ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।

মায়ামি হেরাল্ড-এর সাংবাদিক মিশেল কাউফম্যান জানান, ইনজুরির স্থান ডান উরুর ওপরের দিকে এবং এটি যদি সত্যি হ্যামস্ট্রিং হয়, তাহলে পুরো লিগস কাপেই আর দেখা যাবে না মেসিকে।

ম্যাচের দশম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্স চিরে দ্রুত এগিয়ে যাওয়ার সময় হঠাৎ থেমে গিয়ে মাঠে বসে পড়েন মেসি। ফিজিও এসে দেখার পর তাকে বদলি করা হয়। যদিও তিনি নিজের পায়ে হেঁটে মাঠ ছাড়েন, তবুও মুখে ছিল স্পষ্ট অস্বস্তির ছাপ।

ম্যাচ শেষে কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, “লিও কিছুটা অস্বস্তি অনুভব করছিল। গুরুতর মনে হয়নি, তবে সে নিজেই জানিয়েছে সমস্যা হচ্ছে, তাই আমরা বদলি করেছি। বিস্তারিত রিপোর্ট কাল জানা যাবে।”

দলের অন্য তারকা জর্দি আলবা বলেছেন, “ইতিহাসের সেরা খেলোয়াড় ইনজুরিতে পড়েছে—এটা দলের জন্য কষ্টের। আশা করছি গুরুতর কিছু না।”

তেলাসকো সেগোভিয়া, যিনি প্রথম গোলটি করেন, জানান, “আমি মেসিকে জিজ্ঞেস করেছিলাম কেমন আছে। সে বলেছে ভালো আছে, তবে এখনো কোনো টেস্ট হয়নি।