বাংলাদেশের বিপক্ষে দুই ফরম্যাটের দল ঘোষণা করল আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৮ অক্টোবর, ২০২৫ এ ৫:০১ এএম
বাংলাদেশ সফরের জন্য দুই ফরম্যাটে দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফরের জন্য দুই ফরম্যাটে দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফরকে সামনে রেখে দুই ফরম্যাটের স্কোয়াড ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন দলের দুই তারকা পেসার মার্ক অ্যাডায়ার ও জশ লিটল। তারা থাকছেন টি-টোয়েন্টি স্কোয়াডে, তবে টেস্ট দলে সুযোগ পাননি।

আসন্ন সফরে আয়ারল্যান্ড দুটি টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশের বিপক্ষে। নভেম্বরের ১১ তারিখ থেকে সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। এটি বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের শততম টেস্ট ম্যাচ হতে পারে—যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড়ের জন্য এক অনন্য মাইলফলক হবে।

প্রাথমিকভাবে একটি টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলার কথা থাকলেও, আইরিশ বোর্ডের অনুরোধে সিরিজের সূচি পরিবর্তন করা হয়েছে। এখন তারা দুটি টেস্ট খেলবে, যা আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

দলের হয়ে পল স্টার্লিং নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টি দলে, আর অ্যান্ড্রু বালবার্নি থাকছেন টেস্ট দলের অধিনায়ক হিসেবে। টেস্ট দলে যুক্ত হয়েছেন পাঁচ নতুন মুখ—ক্যাড কারমাইকেল, স্টিফেন দোহানি, জর্ডান নেইল, লিয়াম ম্যাককার্থি ও গ্যাভিন হোয়ে। তাদের সিলেটে অভিষেকের সম্ভাবনা রয়েছে।

অ্যাডায়ার ও লিটল দুজনেই দীর্ঘদিন ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন। অ্যাডায়ার হাঁটুর চোটে জুন মাসে শেষবার খেলেন, আর লিটল মে মাস থেকে সাইড স্ট্রেইন ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন। দুজনই আইরিশ টি-টোয়েন্টি দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।