বিশ্বকাপে সরাসরি খেলার আশা ক্ষীণ বাংলাদেশের


আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর মিরপুরে হতাশ বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত
টানা দুই ম্যাচে পরাজয়ের ফলে আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ। এই পরাজয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথ অনেকটাই কঠিন হয়ে গেছে টাইগারদের জন্য।
২০২৭ সালে অনুষ্ঠিতব্য ১৪ দলের ওয়ানডে বিশ্বকাপে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে। বাকি দলগুলোকে বাছাইপর্বের মাধ্যমে খেলতে হবে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারার পর বাংলাদেশ বর্তমানে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে অবস্থান করছে।
অষ্টম স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৮ এবং নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮০। ইংল্যান্ডকে পেছনে ফেলা এখন প্রায় অসম্ভব হলেও ওয়েস্ট ইন্ডিজকে টপকানোর ক্ষীণ আশা এখনো বেঁচে আছে। তবে এই পথ মোটেও সহজ নয়।
র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে যেতে হলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে আসন্ন সিরিজে প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে হবে। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জয় পেলেও র্যাঙ্কিংয়ে তাতে কোনো পরিবর্তন হবে না।
বাংলাদেশের জন্য বড় উদ্বেগের বিষয় হলো, ২০২৬ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজই পয়েন্ট বাড়ানোর শেষ সুযোগ। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের হাতে আরও কয়েকটি সিরিজ থাকায় তারা র্যাঙ্কিংয়ের দৌড়ে এগিয়ে থাকবে।
ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে কাঙ্ক্ষিত ফল না এলে ১৯৯৯ সালের পর প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে বাছাইপর্বের লড়াইয়ে নামতে হতে পারে লাল-সবুজের প্রতিনিধিদের।