খেলাপি ঋণ অবলোপনের আগে গ্রাহককে নোটিশ বাধ্যতামূলক


বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলারে খেলাপি ঋণ অবলোপন প্রক্রিয়ায় গ্রাহক অবহিতকরণ বাধ্যতামূলক করা হয়েছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মন্দ ঋণ অবলোপনের আগে সংশ্লিষ্ট ঋণখেলাপি গ্রাহককে অবশ্যই আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হবে। পাশাপাশি অবলোপনের পর ওই ঋণ আদায় করতে পারলে দায়িত্বপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাদের পুরস্কৃত করার সুযোগ থাকবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। এতে জানানো হয়েছে, নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং প্রতিটি ব্যাংককে নিজস্ব নীতিমালা প্রণয়ন করে পর্ষদের অনুমোদন নিতে হবে।
সার্কুলারে বলা হয়, যেসব খেলাপি ঋণ দুই বছর ধরে অনাদায়ী এবং মন্দ হিসেবে শ্রেণিবদ্ধ, সেক্ষেত্রে ব্যাংক চাইলে ঋণ অবলোপন করতে পারবে। তবে অবলোপনের অন্তত ৩০ দিন আগে গ্রাহককে আনুষ্ঠানিক নোটিশ প্রদান করতে হবে এবং তিনি এ বিষয়ে অবগত আছেন কিনা তা নিশ্চিত করতে হবে।
এতে আরও বলা হয়, অবলোপন করার পরও সংশ্লিষ্ট ঋণের আদায় প্রক্রিয়া চলমান রাখতে হবে। ঋণ আদায়ে সফল হলে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাকে পুরস্কৃত করা যেতে পারে। তবে পুরস্কার প্রদানের বিষয়ে প্রতিটি ব্যাংকের আলাদা ও স্বচ্ছ নীতিমালা থাকতে হবে, যা পরিচালনা পর্ষদের অনুমোদনপ্রাপ্ত হতে হবে।