জিএসএলে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে সাকিবের দুবাই ক্যাপিটালস


জিএসএলে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবেন সাকিব, আজই হতে পারে অভিষেক
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর শুরু হচ্ছে বৃহস্পতিবার, ১০ জুলাই থেকে। আগের আসরে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ায় এবারের টুর্নামেন্ট ঘিরে রয়েছে বাড়তি আগ্রহ। এবারও প্রতিযোগিতায় অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, তবে এবার সাকিব আল হাসান খেলছেন সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দল দুবাই ক্যাপিটালসের হয়ে।
জিএসএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচেই আজ মুখোমুখি হচ্ছে দুবাই ক্যাপিটালস ও নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিসট্রিকস। কেশব মহারাজ চোটে পড়ায় দুবাই ক্যাপিটালস দলে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশি অলরাউন্ডার সাকিবকে। সবকিছু ঠিক থাকলে আজই সাকিবের অভিষেক হতে পারে এই টুর্নামেন্টে।
সাকিবের দল দুবাই ক্যাপিটালস আগামী ১৬ জুলাই খেলবে তারই সাবেক দল রংপুর রাইডার্সের বিপক্ষে। বিপিএলে সর্বশেষ রংপুরের হয়েই খেলেছিলেন সাকিব। এবার সেই রংপুরের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এবারের জিএসএল টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট পাঁচটি দল:
-
রংপুর রাইডার্স (বাংলাদেশ)
-
দুবাই ক্যাপিটালস (ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন, সংযুক্ত আরব আমিরাত)
-
সেন্ট্রাল ডিসট্রিকস (নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ)
-
হোবার্ট হারিকেন্স (অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ চ্যাম্পিয়ন)
-
গায়ানা আমাজন ওয়ারিয়র্স (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ)
এই টুর্নামেন্ট শেষ হবে ১৮ জুলাই, গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচ দিয়ে।
এর আগে সাকিবকে সর্বশেষ মাঠে দেখা গেছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল), যেখানে তিনি লাহোর কালান্দার্সের হয়ে তিনটি ম্যাচ খেলেন। যদিও ফাইনালে একাদশে ছিলেন না, তবে তার দল লাহোরই শেষ পর্যন্ত শিরোপা জেতে।