মেটার বিরুদ্ধে তারকাদের নামে ফ্লার্টিং চ্যাটবট তৈরির অভিযোগ


সংগৃহীত ছবি
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম মেটাকে ঘিরে নতুন বিতর্কের জন্ম হয়েছে। বিশ্বখ্যাত তারকা টেইলর সুইফট, স্কারলেট জোহানসন, সেলেনা গোমেজ এবং অ্যানা হ্যাথাওয়ে অভিযোগ করেছেন, তাঁদের অনুমতি ছাড়াই তাঁদের নাম ও চেহারা ব্যবহার করে আপত্তিকর ও ফ্লার্টিং চ্যাটবট তৈরি করছে মেটা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, মেটা এআই (Meta AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি এসব চ্যাটবট নিজেদেরকে আসল তারকা হিসেবেই পরিচয় দেয় এবং ব্যবহারকারীদের সঙ্গে ফ্লার্ট বা ইঙ্গিতপূর্ণ কথোপকথনে লিপ্ত হয়। আরও উদ্বেগজনক হলো, এসব চ্যাটবটকে অন্তরঙ্গ ছবির জন্য অনুরোধ করলে তারা বাথটাবে শোয়া বা অন্তর্বাস পরিহিত অবস্থায় তারকাদের ছবি তৈরি করে দেয়, যা ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মানের গুরুতর লঙ্ঘন।
এ বিষয়ে মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন রয়টার্সকে জানান, প্ল্যাটফর্মের নীতিমালা অনুযায়ী কোনো সেলিব্রিটি বা জনপ্রিয় ব্যক্তির ছদ্মবেশী কনটেন্ট তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে বাস্তবে, বহু চ্যাটবট এমন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মেটা এর কিছু চ্যাটবটকে ‘প্যারোডি’ হিসেবে চিহ্নিত করলেও, অনেকগুলো কোনো সতর্কবার্তা ছাড়াই সক্রিয় ছিল। বিতর্কের মুখে প্রতিষ্ঠানটি প্রায় এক ডজন চ্যাটবট মুছে ফেলেছে।
রয়টার্সের প্রতিবেদনে আরও প্রকাশ, এসব চ্যাটবটের অন্তত তিনটি, যার মধ্যে দুটি ছিল টেইলর সুইফটের নামে, তৈরি করেছিলেন মেটারই একজন কর্মী। এতে প্রশ্ন উঠেছে— মেটা নিজেই কি এ ধরনের বিতর্কিত কাজে জড়িত ছিল?
সব মিলিয়ে, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এবং তারকাদের ডিজিটাল পরিচয় চুরির ঘটনাটি মেটাকে তীব্র সমালোচনা ও সম্ভাব্য আইনি সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে।