চ্যাটজিপিটিতে কথোপকথনের ভিত্তিতে দেখানো হবে বিজ্ঞাপন


চ্যাটজিপিটির নতুন বিজ্ঞাপন নীতি নিয়ে ওপেনএআইর ঘোষণা। ছবি: সংগৃহীত
চ্যাটজিপিটি ব্যবহারকারীদের কথোপকথনের ওপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখানোর পরীক্ষা শুরু করতে যাচ্ছে। প্রথম দফায় যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক ফ্রি ব্যবহারকারীদের জন্য এই পরীক্ষা চালু করা হবে।
ওপেনএআই জানিয়েছে, নতুন মাসিক ৮ ডলারের ‘গো’ সাবস্ক্রিপশন প্ল্যানেও বিজ্ঞাপন দেখানো হবে। তবে ২০ ডলারের ‘প্লাস’, ২০০ ডলারের ‘প্রো’ এবং ব্যবসায়িক গ্রাহকরা বিজ্ঞাপন থেকে মুক্ত থাকবেন।
প্রথমে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন প্রদর্শনে অনীহা জানালেও, বড় খরচ সামলাতে ও নতুন আয় উৎস তৈরি করতে ওপেনএআই এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠান জানিয়েছে, আগামী আট বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত অবকাঠামোতে প্রায় ১.৪ ট্রিলিয়ন ডলার ব্যয় হবে।
বিজ্ঞাপনগুলো ব্যবহারকারীর প্রশ্নের উত্তর শেষে ‘স্পনসরড’ লেবেলসহ দেখানো হবে এবং চ্যাটজিপিটির উত্তরে প্রভাব ফেলবে না। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বা কথোপকথন কোনো বিজ্ঞাপনদাতার কাছে বিক্রি হবে না। ব্যবহারকারীরা চাইলে বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন। তবে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য বা রাজনীতি বিষয়ক আলোচনায় বিজ্ঞাপন দেখানো হবে না।
বিশ্লেষকরা মনে করছেন, ব্যক্তিগত কথোপকথনের ভিত্তিতে বিজ্ঞাপন প্রদর্শন নিয়ে বিতর্ক হতে পারে। কারণ এতে সংবেদনশীল তথ্য থাকলেও ক্ষতিকর পণ্যের বিজ্ঞাপন ঠেকানোয় ওপেনএআইয়ের ওপর চাপ বাড়বে।
উল্লেখ্য, মেটাও সম্প্রতি তাদের চ্যাটবটের মাধ্যমে ব্যবহারকারীর কথোপকথনের তথ্য কাজে লাগিয়ে বিজ্ঞাপন দেখানোর উদ্যোগ নিয়েছে।










