মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস সিজন–৫: চ্যাম্পিয়নরা পেলেন সেরাদের মুকুট


গ্র্যান্ড ফাইনালে সেরা প্রতিযোগীরা ইয়ামিন ও তাজকিয়া তাদের চ্যাম্পিয়ন মুকুট নিয়ে। ছবি: সংগৃহীত
বরাবরের মতো এবারও দর্শক ও সংশ্লিষ্ট মহলে দারুণ সাড়া ফেলে সফলভাবে সম্পন্ন হলো দেশের আলোচিত রিয়েলিটি শো ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস’ সিজন–৫। পঞ্চমবারের মতো আয়োজন করা এই মেগা ইভেন্টটি আবারও প্রমাণ করেছে, নতুন মুখ খোঁজার ক্ষেত্রে শোটি কতটা জনপ্রিয় এবং গ্রহণযোগ্য।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আইসিসিএল ভেনুতে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয় ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস সিজন–৫’-এর গ্র্যান্ড ফাইনাল। এবারের আসরটির স্পন্সর হিসেবে যুক্ত ছিল জনপ্রিয় ফুটওয়্যার ব্র্যান্ড ‘স্টেপ’, আর মিডিয়া পার্টনার হিসেবে অনুষ্ঠানটির সঙ্গে ছিল এশিয়ান টেলিভিশন।
আয়োজক ও স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান জানান, দেশের বিভিন্ন জেলা থেকে চার শতাধিক প্রতিযোগী অডিশনের মাধ্যমে অংশগ্রহণ করেন। একাধিক ধাপের প্রতিযোগিতা ও বিচারকদের কঠোর মূল্যায়নের পর চূড়ান্তভাবে ১৪ জন ফাইনালিস্ট নির্বাচন করা হয়। সেখান থেকে প্রতিভা, উপস্থাপনা ও আত্মবিশ্বাসের বিচারে সেরা হিসেবে নির্বাচিত হন সাতজন প্রতিযোগী।
এবারের আসরে চ্যাম্পিয়নের মুকুট জিতে নেন ইয়ামিন ও তাজকিয়া। প্রথম রানার্সআপ হন ঋতু, দেব ও তানিয়া। দ্বিতীয় রানার্সআপ হয়েছেন সৌরভ ও সুমি।
গ্র্যান্ড ফাইনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা বুবলি, চলচ্চিত্র অভিনেতা জয় চৌধুরী, দেবাশীষ বিশ্বাসসহ মিডিয়া ও বিনোদন অঙ্গনের একাধিক পরিচিত মুখ, যা অনুষ্ঠানটির আকর্ষণ আরও বাড়িয়ে তোলে।
উল্লেখ্য, বিগত সিজনগুলোর বিজয়ীরা বর্তমানে মিডিয়া ও বিনোদন জগতের বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে কাজ করে যাচ্ছেন। ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস’ আজ শুধু একটি রিয়েলিটি শো নয়, বরং নতুন মুখ তৈরির একটি নির্ভরযোগ্য ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।










