গুগল ক্রোম কিনতে ৩৪ বিলিয়ন ডলারের প্রস্তাব


গুগল ক্রোম। ছবি : সংগৃহীত
গুগলের বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোম কেনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর স্টার্টআপ প্রতিষ্ঠান পারপ্লেক্সিটি চমকপ্রদ একটি প্রস্তাব দিয়েছে। প্রতিষ্ঠানটি ৩৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারে ক্রোম অধিগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে।
পারপ্লেক্সিটি তাদের প্রস্তাবে উল্লেখ করেছে, ক্রোমকে একটি স্বাধীন প্রতিষ্ঠানের অধীনে এনে ব্যবহারকারীর সুরক্ষা ও গোপনীয়তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিলে তা বৈশ্বিক ব্যবহারকারীদের জন্য কল্যাণকর হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবটি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাইয়ের কাছে আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়েছে। তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, প্রস্তাবিত অর্থমূল্য ক্রোমের প্রকৃত বাজার মূল্যের তুলনায় অনেক কম, যা ‘পাবলিসিটি স্টান্ট’ হিসেবেও বিবেচিত হতে পারে।
বর্তমানে ক্রোম বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েব ব্রাউজার, যার সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৩ বিলিয়নেরও বেশি। গুগল এখনও এ প্রস্তাব নিয়ে কোনো মন্তব্য করেনি এবং ক্রোম বিক্রির পরিকল্পনার বিষয়েও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। দীর্ঘদিন ধরে গুগলের বিরুদ্ধে সার্চ ইঞ্জিন ও অনলাইন বিজ্ঞাপন বাজারে একাধিপত্যের অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত চলতি মাসেই রায় দিতে পারে, যেখানে গুগলকে সার্চ ব্যবসা আলাদা করার নির্দেশ দেওয়া হতে পারে। তবে গুগলের দাবি, ক্রোম আলাদা করা হলে তা ব্যবহারকারী অভিজ্ঞতা ও নিরাপত্তার জন্য ক্ষতিকর হবে।
পারপ্লেক্সিটি জানায়, প্রস্তাবিত অধিগ্রহণ সম্পন্ন হলে ক্রোমের ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগল থাকবে, তবে ব্যবহারকারীরা চাইলে সেটিংস পরিবর্তন করতে পারবেন। এছাড়া ক্রোমিয়াম প্ল্যাটফর্মের জন্য সমর্থন অব্যাহত রাখা হবে। ক্রোমিয়াম একটি ওপেন-সোর্স ভিত্তিক প্রযুক্তি, যার ওপর ভিত্তি করে মাইক্রোসফট এজ ও অপেরার মতো ব্রাউজার তৈরি হয়েছে।
তবে পারপ্লেক্সিটি কীভাবে এ চুক্তির অর্থায়ন করবে, তা এখনও পরিষ্কার নয়। গত জুলাই মাসে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ছিল প্রায় ১৮ বিলিয়ন ডলার। প্রযুক্তি বিনিয়োগকারী হিথ আহরেন্স বলেন, এই প্রস্তাব ক্রোমের প্রকৃত মূল্যের কাছাকাছিও নয়। এর আগে চলতি বছর পারপ্লেক্সিটি এআই-চালিত ‘কমেট’ নামের একটি ব্রাউজার চালু করে এবং টিকটকের মার্কিন সংস্করণ কেনার আগ্রহ প্রকাশ করেছিল।