জ্যামে পড়লেই উড়াল দেবে এ গাড়ি

আলেফ অ্যারোনটিক্সের ফ্লাইং কারের সফল পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট, ২০২৫ এ ৬:১২ এএম
ফ্লাইং কার। ছবি : সংগৃহীত

ফ্লাইং কার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান বিশ্বের প্রথম ‘ফ্লাইং কার’ বা উড়ন্ত গাড়ি উদ্ভাবনের দাবি করেছে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় একটি স্থির গাড়ির উপর দিয়ে উড়ে যাওয়ার সফল পরীক্ষা চালানো হয়েছে।

সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এ তথ্য জানিয়েছে। আলেফ অ্যারোনটিক্স নামের প্রতিষ্ঠান তাদের ‘মডেল জিরো’ প্রোটোটাইপের ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় গাড়িটি সাধারণভাবে রাস্তা দিয়ে চলার পর হঠাৎ উড়ে একটি পার্ক করা গাড়ির ওপর দিয়ে উড়ে যায়।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জিম ডুখোভনি বলেন, “শহরের বাস্তব পরিবেশে পরিচালিত এই ড্রাইভ ও ফ্লাইট টেস্ট আমাদের প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। আমরা আশা করি, এটি প্রমাণ করবে যে নতুন ধরনের পরিবহন ব্যবস্থা সত্যিই সম্ভব।”

বর্তমানে বেশিরভাগ ফ্লাইং কার স্টার্টআপই ড্রোনের মতো কোয়াডকপ্টার ডিজাইন ব্যবহার করে, যেখানে গাড়ির বাইরের অংশে রোটর ব্লেড থাকে। আলেফের মডেল জিরো গাড়িটি দেখতে প্রায় সাধারণ গাড়ির মতো, তবে এর রোটর ব্লেড গাড়ির চেসিসের ভেতরে লুকানো রয়েছে।

এ গাড়িটি সম্পূর্ণ বৈদ্যুতিক এবং একটানা ৩২০ কিলোমিটার সড়কপথে চলতে পারে, পাশাপাশি আকাশপথে ১৬০ কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম। ২০১৫ সালে প্রতিষ্ঠিত আলেফ অ্যারোনটিক্সের লক্ষ্য ভবিষ্যতে সাধারণ মানুষের জন্যও সহজলভ্য এমন উড়ন্ত গাড়ি তৈরি করা।

ইতোমধ্যে প্রতিষ্ঠানটি তাদের ‘মডেল এ’ গাড়ির জন্য ৩ হাজার ৩০০টির বেশি প্রি-অর্ডার পেয়েছে। চলতি বছরের শেষের দিকে গাড়িটির উৎপাদন শুরু হবে। উৎপাদনের জন্য তারা ‘পুকারা অ্যারো’ ও ‘এমওয়াইসি’-র সঙ্গে যৌথ উদ্যোগ করেছে। ‘মডেল এ’-এর দাম শুরু হচ্ছে প্রায় ৩ লাখ মার্কিন ডলার থেকে, আর ভবিষ্যতে ‘মডেল জেড’ গাড়ির দাম হবে আনুমানিক ৩৫ হাজার ডলার।

আলেফ জানিয়েছে, গাড়িটি নিয়মিত লেনেই চলতে পারবে, সব ধরনের ট্রাফিক নিয়ম মেনে চলবে এবং প্রয়োজনে সরাসরি ওপরে উড্ডয়ন করে যানজট অতিক্রম করতে পারবে। এটি সাধারণ পার্কিং জায়গা বা গ্যারেজে সহজেই রাখা সম্ভব।