ফেসবুকে লাখো ভিউ বাড়ানোর সেরা কৌশল

প্রযুক্তি ডেস্ক
প্রযুক্তি ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৫ এ ৫:১০ এএম
নিয়মিত মানসম্মত কনটেন্ট প্রকাশ করলে ফেসবুক প্রোফাইলে লাখো ভিউ পাওয়া সম্ভব। ছবি:সংগৃহীত

নিয়মিত মানসম্মত কনটেন্ট প্রকাশ করলে ফেসবুক প্রোফাইলে লাখো ভিউ পাওয়া সম্ভব। ছবি:সংগৃহীত

বর্তমান সময়ে ফেসবুক কেবল যোগাযোগ বা অনুভূতি প্রকাশের প্ল্যাটফর্ম নয়; এটি এখন একটি বড় আয়ের উৎসও বটে। অসংখ্য মানুষ ফেসবুক ব্যবহার করে মাসে লাখো টাকা উপার্জন করছেন। তবে অনেকেই আছেন যাদের প্রোফাইল কিংবা পেজে পর্যাপ্ত ভিউ আসে না। এতে হতাশ হয়ে পড়েন তারা। কিন্তু সঠিক কৌশল অবলম্বন করলে আপনার কনটেন্টেও লাখো ভিউ পাওয়া সম্ভব।

ফেসবুক সম্প্রতি নতুন আপডেট এনেছে, যা ব্যবহার করলে খুব সহজেই প্রোফাইলকে লাখো দর্শকের কাছে পৌঁছে দেওয়া যায়। এর জন্য অবশ্যই কিছু নিয়ম মানতে হবে। শুরুতেই আপনার প্রোফাইলে পেশাদার মোড চালু করতে হবে। এতে পাবলিক ফলোয়ার, কন্টেন্ট ইনসাইট এবং মনিটাইজেশনের মতো ফিচার ব্যবহার করা যাবে।

দ্বিতীয়ত, আপনার প্রতিটি পোস্ট পাবলিক করতে হবে। এতে কেবল ফলোয়াররাই নয়, নতুন দর্শকরাও আপনার কনটেন্ট দেখতে পারবে। নিয়মিত আকর্ষণীয় কনটেন্ট প্রকাশের মাধ্যমে দর্শকের আগ্রহ ধরে রাখতে হবে। প্রতিদিন ধারাবাহিকভাবে মানসম্মত পোস্ট করলে অল্প সময়েই আপনার ফলোয়ার ও ভিউ বাড়তে শুরু করবে।

এ ছাড়া পোস্টগুলোতে এনগেজমেন্ট তৈরি করতে হবে। এমন কনটেন্ট বানান যা মানুষ লাইক, কমেন্ট ও শেয়ার করতে আগ্রহী হবে। এতে ভিউয়ারদের অংশগ্রহণ বাড়বে এবং আপনার পোস্ট অ্যালগরিদমে আরও উপরের দিকে আসবে।

ফেসবুকের সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করাও জরুরি। কারণ প্রাসঙ্গিক হ্যাশট্যাগ আপনার কনটেন্টকে সঠিক দর্শকের কাছে পৌঁছে দেয়। পাশাপাশি জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কোলাবোরেশন করলে আপনার প্রোফাইল আরও বৃহৎ পরিসরে পৌঁছে যাবে।

শেষ পর্যন্ত, বাজেট থাকলে ফেসবুক প্রোমোশন বা বিজ্ঞাপন ব্যবহার করা যেতে পারে। এতে দ্রুত সময়ের মধ্যে লাখ লাখ মানুষের কাছে কনটেন্ট পৌঁছানো সম্ভব হবে।