চন্দনাইশে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নয়নের

কক্সবাজার ( জেলা ) প্রতিনিধি
কক্সবাজার ( জেলা ) প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর, ২০২৫ এ ৭:১১ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চন্দনাইশে ট্রেনে কাটা পড়ে নয়ন (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড উত্তর মুরাদাবাদ রেললাইন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খলিল সওদাগরের বাড়ির আবুল কাশেমের ছেলে। হঠাৎ করেই তিনি রেললাইনে উঠে গেলে দ্রুতগতির কক্সবাজারগামী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস যখন উত্তর মুরাদাবাদ এলাকায় পৌঁছায়, তখন নয়ন রেললাইনে অবস্থান করছিলেন। মুহূর্তের মধ্যে ট্রেনটি তাকে চাপা দিলে শরীর তিন টুকরো হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং রেললাইনে চলাচলে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।