বাংলাদেশে আইফোন ১৭ ডিভাইস সুরক্ষিত রাখার টিপস

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৫ এ ১০:১০ এএম
নতুন আইফোন ১৭ কেনার আগে ব্যবহারকারীদের ফোন নিরাপত্তা নিয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ছবি : সংগৃহীত

নতুন আইফোন ১৭ কেনার আগে ব্যবহারকারীদের ফোন নিরাপত্তা নিয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তির যুগে এসে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নানা সুরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও হ্যাকাররা নানাভাবে আপনার ফোন ও ডাটার নাগাল পাচ্ছে, যা আর্থিক ও সামাজিক ক্ষতির কারণ হয়ে উঠছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাত্র একটি সঠিক সেটিংস পরিবর্তনের মাধ্যমে আপনার ফোনের ব্যক্তিগত তথ্য অনেকাংশে সুরক্ষিত রাখা সম্ভব। এজন্য প্রথমেই নিশ্চিত হতে হবে, আপনার ডিভাইস কমপ্রোমাইজ হয়েছে কি না। মোবাইল কমপ্রোমাইজ ডিটেকশন বর্তমানে সাইবার সিকিউরিটির গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে যখন ফোন মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন, রিমোট অ্যাক্সেস বা এডিটোরিয়াল কাজে ব্যবহৃত হয়।

ফোনের সিকিউরিটি কমপ্রোমাইজ হয়েছে কি না বোঝার কয়েকটি সাধারণ লক্ষণ রয়েছে। যেমন: হঠাৎ দ্রুত ব্যাটারি শেষ হয়ে যাওয়া, অস্বাভাবিক ডাটা খরচ, ফোনের গতি ধীর হয়ে যাওয়া, অপরিচিত আউটগোয়িং কল বা এসএমএস, ডিভাইস অতিরিক্ত গরম হয়ে যাওয়া, হঠাৎ পপ-আপ বা রিডাইরেক্ট হওয়া এবং ব্যক্তিগত অ্যাকাউন্টে অস্বাভাবিক কার্যকলাপ দেখা। এসবই স্পাইওয়্যার, ট্রোজান বা বটনেট আক্রমণের ইঙ্গিত হতে পারে।

তবে সঠিক সিকিউরিটি সেটিংস ব্যবহার করলে ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এজন্য স্ক্রিন লক ও বায়োমেট্রিক সুরক্ষা চালু রাখতে হবে, ফুল ডিভাইস এনক্রিপশন নিশ্চিত করতে হবে এবং অপ্রয়োজনীয় রেডিও অপশন যেমন ব্লুটুথ, ওয়াই-ফাই ও এনএফসি ব্যবহার না করলে বন্ধ রাখতে হবে। একইসঙ্গে গুগল প্লে প্রোটেক্ট চালু রাখা ও অ্যাপ পারমিশন নিয়মিত রিভিউ করা জরুরি।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, নতুন প্রজন্মের আইফোন কেনার আগে ব্যবহারকারীদের অবশ্যই সিকিউরিটি সেটিংস ও ফোনের নিরাপত্তা বিষয়ে সচেতন হতে হবে। প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ততই বাড়ছে সাইবার ঝুঁকি। তাই আইফোন ১৭ কেনার আগে নিজের ডিভাইস সুরক্ষিত রাখার উপায় সম্পর্কে জানা সময়ের দাবি।