মধ্য ইসরাইলে হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৫ এ ৩:৪৮ এএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মধ্য ইসরাইল ও দক্ষিণ পশ্চিম তীরকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। এই ঘটনায় ইসরাইলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। খবর প্রকাশ করেছে টাইম অব ইসরাইল।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। তবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় মধ্য ইসরাইল ও দক্ষিণ পশ্চিম তীরের একাধিক বসতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইসরাইলি আগ্রাসনের জবাবে হুথিরা প্রায়ই ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। পাল্টা জবাবে ইসরাইলও ইয়েমেনের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালাচ্ছে। দুই পক্ষের এই সংঘাতে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠছে।

এদিকে ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক আগ্রাসনে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। স্থানীয় সময় রোববার গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালানো হয়, যাতে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইসরাইলি হামলায় ধ্বংস হচ্ছে আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতাল। আহতদের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়েছে। প্রায় দুই বছর ধরে চলমান এই হামলায় এখন পর্যন্ত ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৬৮ হাজার মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ সাধারণ বাসিন্দা।