শাপলার চেতনা বাংলাদেশের মাইলফলক – মামুনুল হক

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
৩১ আগস্ট, ২০২৫ এ ৩:২৫ এএম
শাপলা স্মৃতি সংসদের আয়োজনে শহীদদের স্মরণে সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।ছবি: সংগৃহীত

শাপলা স্মৃতি সংসদের আয়োজনে শহীদদের স্মরণে সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও শাপলা স্মৃতি সংসদের সভাপতি মাওলানা মামুনুল হক বলেছেন, শাপলা চত্বরের রক্তধারাই চব্বিশের চেতনার সূচনা করেছে। তিনি অভিযোগ করে বলেন, জুলাই ঘোষণাপত্রে শাপলার প্রসঙ্গ না আসায় এ দায় যেমন ড. মুহাম্মদ ইউনূসের, তেমনি এ দায়ভার পুরো অন্তর্বর্তী সরকারেরও।

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ‘শাপলা কেন্দ্রিক বিভিন্ন কাজে অংশীজনের সম্মাননা ও সম্মিলনী–২০২৫’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মামুনুল হক আরও বলেন, শাপলার চেতনাকে আগামীর বাংলাদেশের মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত করতেই শাপলা স্মৃতি সংসদ গঠিত হয়েছে। শাপলার শহীদ পরিবারগুলোর অভিভাবকত্ব গ্রহণে গঠিত হয়েছে ‘শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম’। তিনি উল্লেখ করেন, আগামীর বাংলাদেশে জুলাইকে মূল্যায়ন করা মানেই শাপলাকে মূল্যায়ন করা।

অনুষ্ঠানে শাপলা স্মৃতি সংসদের নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী উদ্বোধনী বক্তব্য রাখেন। যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, মাওলানা আল আবিদ শাকির ও মাওলানা মাহমুদুল হাসান সাগর। আলোচনায় যোগ দেন হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, জামায়াতে ইসলাম ও এনসিপির শীর্ষ নেতারা।

বক্তারা বলেন, শাপলা চত্বরের ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। দীর্ঘ এক যুগ ধরে এই ইতিহাস আড়াল করার চেষ্টা চললেও শহীদদের রক্ত আজও জীবন্ত। তারা আরও বলেন, শাপলার শহীদরা ঈমানি শক্তির প্রতীক, আর তাদের আত্মত্যাগ ইসলামী আন্দোলনকে বেগবান করবে।

অনুষ্ঠানে ২০১৩ সালের শাপলা ঘটনার সংবাদ পরিবেশন, চিকিৎসা সেবা, আইনি সহায়তা ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠান ক্যাটাগরিতে আল জাজিরা, দৈনিক আমার দেশ, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, ইসলামী ব্যাংক হাসপাতাল, মানবাধিকার সংগঠন অধিকার ও হেফাজতে ইসলাম ঢাকা মহানগরকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া ২১ জনকে ব্যক্তি পর্যায়ে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।

শাপলায় শহীদ হওয়া মতিউর রহমান, মুক্তার মিয়া ও ইউনুছ আলীর গর্বিত পিতাদের হাতেই সংশ্লিষ্টদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়।