আওয়ামী লীগ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে-স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট, ২০২৫ এ ৯:২৫ এএম
আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি:সংগৃহীত

আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি:সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ আসন্ন নির্বাচন বানচালের চেষ্টা করছে। তবে তাদের এই কার্যক্রম দৃঢ়ভাবে মোকাবিলা করতে হবে। তিনি উল্লেখ করেন, দলের একটি অংশ এখনো সক্রিয় রয়েছে এবং পরিস্থিতি জটিল করার চেষ্টা করছে।

রোববার (৩১ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা বিদায়ের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, তা অটুট রাখা জরুরি।

তিনি আরও জানান, আগামী ৭ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচনকালীন দায়িত্ব পালনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। ওইদিন এ প্রশিক্ষণকে কেন্দ্র করে বড় পরিসরে প্রচার করা হবে এবং গণমাধ্যমকর্মীদেরও আমন্ত্রণ জানানো হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও উল্লেখ করেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বার রাস্তাঘাট অবরোধ করেছে। এসব অবরোধের কারণে বড় শহরগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন।

তিনি বলেন, দাবি-দাওয়ার জন্য নির্ধারিত মাঠ থাকা সত্ত্বেও অনেকে তা ব্যবহার না করে রাস্তাঘাট দখল করেন। রাস্তায় আংশিক অবরোধ ঘটলেও পুরো শহরজুড়ে যানজট বেড়ে যায় এবং জনদুর্ভোগ আরও বাড়ে। এ অবস্থার অবসান ঘটাতে নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।