জয়ের চ্যালেঞ্জ - দুদক চাইলে সম্পত্তি বাজেয়াপ্ত করুক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই, ২০২৫ এ ৩:৩৯ এএম
সজীব ওয়াজেদ জয়। ছবি : সংগৃহীত

সজীব ওয়াজেদ জয়। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় বলেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) চাইলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে। তিনি বলেন, “তাদের আমন্ত্রণ জানাই! আমি নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত।”

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

জয় বলেন, "এই অবৈধ সরকার এখন জনরোষে পড়ে গেছে এবং দৃষ্টি অন্যদিকে ঘোরাতে আমার বিরুদ্ধে দুদকের মাধ্যমে মিথ্যা অভিযোগ তুলছে।" তিনি আরও জানান, ভার্জিনিয়ায় তার একটি মাত্র বাড়ি রয়েছে, যেটি তিনি ২০১৮ সালে কিনেছেন। এটি তিনি তার আগের বাড়ি বিক্রি করে কিনেছেন এবং এর দাম বর্তমানে ১৫ লাখ ডলার বেড়ে গেছে।

“আমি কোনো সরকারি চাকুরে নই, একজন আইটি উদ্যোক্তা। আমার আয় বৈধ এবং নিয়মিত কর প্রদান করি,”— বলেন জয়।

তিনি দাবি করেন, তার বিষয়ে এফবিআই তদন্ত করেছে এবং কোনো অবৈধ কিছু পায়নি। জয় আরও বলেন, “যদি দুদক চায়, তাহলে তারা চেষ্টা করে দেখতে পারে। আমার আইনজীবীরা যুক্তরাষ্ট্রে দুদকের প্রতিনিধির বিরুদ্ধে মামলা করতে প্রস্তুত।”

জয় অভিযোগ করেন, তার ব্যক্তিগত ঠিকানা প্রকাশ করে তাকে নিরাপত্তাহীন করার অপচেষ্টা চলছে। তবে তিনি বলেন, “আমি ভয় পাই না। আমেরিকায় ব্যক্তি অস্ত্র রাখার অধিকার আছে। আমি নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ সক্ষম। আর আমার বাড়ির নম্বর ৩২ নয়।