চলমান পরিস্থিতিতে নেতাকর্মীদের ধৈর্য ও দায়িত্বশীল থাকার নির্দেশ জামায়াত আমিরের


জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
চলমান সার্বিক পরিস্থিতিতে অধৈর্যশীল আচরণ বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় জড়ানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দলের সব স্তরের নেতাকর্মীদের উদ্দেশে এই আহ্বান জানান।
ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, “প্রিয় সহকর্মীবৃন্দ, বহু ত্যাগ ও কোরবানির সিঁড়ি বেয়ে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবাণীতে আজ এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে।” তিনি বলেন, বর্তমান সময়টি জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাঁক।
ডা. শফিকুর রহমান তাঁর পোস্টে নেতাকর্মীদের সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই সময়ে সবাইকে দায়িত্বশীল আচর ণ করতে হবে এবং কারও সঙ্গে কোনো ধরনের বিরূপ বা নেতিবাচক আচরণ করা থেকে বিরত থাকতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, সংগঠনের প্রত্যেক সদস্যকে পরিস্থিতি বিবেচনায় শান্ত ও সংযত থাকতে হবে, যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়। দায়িত্বশীল আচরণের মাধ্যমেই সংগঠন ও দেশের স্বার্থ রক্ষা সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।
পোস্টের শেষাংশে জামায়াত আমির লেখেন, “আমাদের উদ্দেশ্য একটাই—মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন।” তিনি আশা প্রকাশ করেন, দলের সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবেন।
রাজনৈতিক অঙ্গনে চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে জামায়াত আমিরের এই নির্দেশনাকে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নেতাকর্মীদের সংযম ও ধৈর্যের আহ্বান ভবিষ্যৎ কর্মসূচিতে কী প্রভাব ফেলে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে।








