খালেদা জিয়ার সঙ্গে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক


খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
ফিরোজায় পৌঁছালে ইসহাক দারকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। পাকিস্তানের ঢাকাস্থ রাষ্ট্রদূত ইমরান হায়দারও এ সময় উপস্থিত ছিলেন। প্রায় ৪৫ মিনিটব্যাপী এ সৌজন্য বৈঠকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা, পারস্পরিক খোঁজখবর এবং শুভেচ্ছা বিনিময় হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছয় সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। তারা পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। বৈঠকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কেও প্রতিনিধিদল তার ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে কথা বলেন।
ডা. এজেডএম জাহিদ হোসেন বৈঠক শেষে সাংবাদিকদের জানান, মূলত খালেদা জিয়ার সুস্থতা নিয়েই আলোচনা হয়েছে। রাজনৈতিক প্রসঙ্গ তেমনভাবে আসেনি। খালেদা জিয়া পাকিস্তানের প্রতিনিধিদের কাছে সে দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। একইসঙ্গে সার্ক ও অতীত স্মৃতিচারণ নিয়েও আলোচনা হয়।
তিনি আরও বলেন, ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও স্বাভাবিক করতে পারস্পরিক সহযোগিতা ও আঞ্চলিক অঙ্গনে একসঙ্গে কাজ করার বিষয়ে মতবিনিময় হয়েছে। পাকিস্তানের প্রতিনিধিদল আশাবাদ ব্যক্ত করেছে যে, বাংলাদেশের আসন্ন রাজনৈতিক প্রক্রিয়ায় বিএনপির নেতৃত্বে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হবে।