হাদি হত্যার বিচার হবে এ দেশেই: মির্জা ফখরুল


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । ছবি : সংগৃহীত
বিএনপি ক্ষমতায় এলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার এ দেশেই হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (রাত) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
ফেসবুক পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লেখেন, তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্ত্রীসহ এক তরুণ দম্পতি তার কাছে এগিয়ে আসেন। ওই তরুণ তাকে উদ্দেশ করে বলেন, “স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদি।”এর জবাবে তিনি ‘ইনশাআল্লাহ’ বলে আশ্বাস দেন বলে পোস্টে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তিনি লেখেন, একজন তরুণ, গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়ে নির্বাচন নিয়ে যিনি প্রচারণা চালাচ্ছিলেন, তাকে এভাবে হত্যা করা হয়েছে—এটি মেনে নেওয়া যায় না।
মির্জা ফখরুল আরও বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন একজন উদ্যমী তরুণ, যিনি গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ছিলেন। তার হত্যাকাণ্ড দেশের রাজনীতিতে গভীর উদ্বেগ ও প্রশ্নের জন্ম দিয়েছে।
পোস্টে তিনি উল্লেখ করেন, শুধু হাদিই নন, মুদাসসীর, সাম্যসহ রাজনৈতিক সহিংসতায় নিহত প্রত্যেকের হত্যার বিচার নিশ্চিত করতে হবে। এসব হত্যাকাণ্ডের বিচার ছাড়া দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব তার পোস্টে দৃঢ় কণ্ঠে বলেন, ক্ষমতায় এলে এসব হত্যাকাণ্ডের বিচার এ দেশের মাটিতেই হবে। ইনশাআল্লাহ, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে—এমন প্রত্যয় ব্যক্ত করে তিনি রাজনৈতিক সহিংসতার অবসানের আহ্বান জানান।




