শিবির সভাপতির দাবি

জাকসু নির্বাচন নিয়ে ইতোমধ্যে ষড়যন্ত্র চলছে

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৫ এ ৪:৩২ এএম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছবি:সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছবি:সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বুধবার দিবাগত রাতে সংগঠনের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, “জাকসু নির্বাচন নিয়ে ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী শিক্ষার্থীরা সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত। হাসবুনাল্লাহ।”

৩৩ বছর পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাকসু নির্বাচন কমিশনের সার্বিক তত্ত্বাবধানে নির্বাচনের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ১০টি হলে একযোগে এ ভোট অনুষ্ঠিত হবে। দীর্ঘ বিরতির পর এ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, শান্তিপূর্ণভাবে এ নির্বাচন সম্পন্ন হবে এবং শিক্ষার্থীদের রায়ের মাধ্যমে নতুন নেতৃত্বের সূচনা হবে।