কাকরাইল সংঘর্ষে হামলাকারী পুলিশ কনস্টেবল দাবি রাশেদ খানের

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
৩০ আগস্ট, ২০২৫ এ ১১:৫২ এএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। গুরুতর আহত অবস্থায় তাকে শুক্রবার রাতে ভর্তি করা হলেও চিকিৎসকদের তত্ত্বাবধানে তার ধীরে ধীরে জ্ঞান ফিরছে।

শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৫ মিনিটে নুরুল হক নুরের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, “নুরুল হক নুরের ওপর গতরাতে হামলার পর তিনি এখনো আইসিইউতে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তার কিছুটা হুঁশ ফিরেছে। সবাই তার জন্য দোয়া করবেন।” একই সঙ্গে হাসপাতালের বেডে শুয়ে থাকা নুরের দুটি ছবিও প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় নাকে ব্যান্ডেজ বাঁধা এবং মুখে অক্সিজেন মাস্ক ব্যবহার করছেন তিনি।

এর আগে শুক্রবার গভীর রাতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুরুল হক নুরের মাথায় আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের সময় নুর গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে তার সহযোগীরা দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, নুরুল হক নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তে ভিজে গেছে। নাক ফেটে রক্তক্ষরণ হচ্ছে এবং তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। এ ঘটনায় গণমাধ্যম ও রাজনৈতিক মহলে চরম উদ্বেগ দেখা দিয়েছে।