শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা: ৫% হারে কত টাকা বাড়ল?

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৫ এ ৮:৫০ এএম
শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ হারে কোন গ্রেডে কত টাকা বাড়বে? ছবি: সংগৃহীত

শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ হারে কোন গ্রেডে কত টাকা বাড়বে? ছবি: সংগৃহীত

শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার তাদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই হার অনুযায়ী সর্বনিম্ন বাড়িভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছে ২,০০০ টাকা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধান অনুবিভাগ থেকে ইস্যু করা এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়। এই নতুন হার নভেম্বর মাস থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। তবে সরকারের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন শিক্ষক নেতারা এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

রোববার, ১৯ অক্টোবর তারিখে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধান অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়। এই প্রজ্ঞাপনে শিক্ষক ও কর্মচারীদের জন্য নতুন বাড়িভাড়া ভাতার হার স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আগে শিক্ষকরা মাসিক ১,০০০ টাকা করে বাড়িভাড়া ভাতা পেতেন, যা গত ৩০ সেপ্টেম্বর ৫০০ টাকা বৃদ্ধি করে ১,৫০০ টাকা করা হয়েছিল। বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ছাড়া অন্য সকলের ক্ষেত্রে ৫ শতাংশ হারে হিসাব করলেও সর্বনিম্ন ২,০০০ টাকা ভাতা দেওয়া হবে।

গ্রেডভিত্তিক নতুন বাড়িভাড়া ভাতার হিসাব অনুযায়ী, চতুর্থ গ্রেডের অধ্যক্ষরা যাদের বেতন ৫০,০০০ টাকা, তারা ৫ শতাংশ হারে পাবেন ২,৫০০ টাকা। পঞ্চম গ্রেডের উপাধ্যক্ষরা, যাদের বেতন ৪৩,০০০ টাকা, তারা পাবেন ২,১৫০ টাকা। ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের বেতন ৩৫,৫০০ টাকা এবং ৫ শতাংশ হারে ভাতা দাঁড়ায় ১,৭৭৫ টাকা, কিন্তু সর্বনিম্ন ২,০০০ টাকা বলায় তারা এই পরিমাণই পাবেন। অষ্টম গ্রেডের সহকারী অধ্যাপক ও সহকারী প্রধান শিক্ষক উভয়ের বেতন ২৩,০০০ টাকা এবং ৫ শতাংশ হারে ভাতা ১,১৫০ টাকা হলেও সর্বনিম্ন ২,০০০ টাকা প্রযোজ্য।

নবম গ্রেডের প্রভাষক ও সিনিয়র শিক্ষকদের বেতন ২২,০০০ টাকা এবং তাদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ হারে ১,১০০ টাকা, তবে তাও সর্বনিম্ন ২,০০০ টাকায় নির্ধারিত। দশম গ্রেডের সহকারী শিক্ষক, যাদের বেতন ১৬,০০০ টাকা, তারা ৫ শতাংশ হারে পাবেন মাত্র ৮০০ টাকা, কিন্তু সর্বনিম্ন ২,০০০ টাকা বলায় তারা এই সুবিধা পাবেন। একাদশ গ্রেডের সহকারী শিক্ষকদের বেতন ১২,৫০০ টাকা এবং ৫ শতাংশ হারে ভাতা ৬২৫ টাকা, সেখানেও সর্বনিম্ন ২,০০০ টাকা প্রযোজ্য হবে।

এমপিওভুক্ত কর্মচারীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। ষোড়শ গ্রেডের অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট, যাদের বেতন ৯,৩০০ টাকা, তারা ৫ শতাংশ হারে পাবেন মাত্র ৪৬৫ টাকা, কিন্তু সর্বনিম্ন ২,০০০ টাকা ভাতা পাবেন। বিংশতি গ্রেডের ঝাড়ুদার, অফিস সহায়ক, পিয়ন ও আয়া—সকলের বেতন ৮,২৫০ টাকা এবং ৫ শতাংশ হারে ভাতা দাঁড়ায় ৪১২.৫০ টাকা, কিন্তু সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তারাও পাবেন সর্বনিম্ন ২,০০০ টাকা বাড়িভাড়া ভাতা।

সরকারের এই সিদ্ধান্ত কার্যত নিম্ন ও মধ্যম গ্রেডের শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতার নামে একই রকম অর্থ প্রদানের সিদ্ধান্ত। যদিও সরকারি বিবৃতি অনুযায়ী এটি নভেম্বর থেকে কার্যকর হবে, তবে শিক্ষক সংগঠনগুলি এই সিদ্ধান্তকে অপর্যাপ্ত আখ্যা দিয়ে তাদের আন্দোলন জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে।