শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ


ছবি : সংগৃহীত
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ (২০ আগস্ট) অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত সোমবার (১৮ আগস্ট) পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণে তিনজন সাক্ষী তাদের জবানবন্দি দেন। তারা হলেন শহীদ আস-সাবুরের বাবা মো. এনাব নাজেজ জাকি, শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আউয়াল এবং রাজশাহীর প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন। ওইদিন সকাল থেকে বিকেল পর্যন্ত দীর্ঘ সময় ধরে সাক্ষ্যগ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়।
প্রসিকিউশনের পক্ষে সাক্ষ্যগ্রহণে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। অপরদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন সাক্ষীদের জেরা করেন। মামলায় আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ইতোমধ্যেই রাজসাক্ষী হিসেবে নিজের দায় স্বীকার করেছেন।
মামলায় এখন পর্যন্ত মোট ১২ জন সাক্ষী আদালতে তাদের জবানবন্দি দিয়েছেন। এর মধ্যে প্রত্যক্ষদর্শী, শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনে আহত ভুক্তভোগীরা রয়েছেন। এর আগে বিভিন্ন সময়ে শিক্ষার্থী, শ্রমজীবী ও সাংবাদিকসহ একাধিক সাক্ষী আদালতে উপস্থিত হয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
গত ১০ জুলাই আনুষ্ঠানিকভাবে এ মামলার অভিযোগ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হয়। মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগে আনা এ মামলার আনুষ্ঠানিক চার্জশিটে রয়েছে ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার প্রমাণ ও তথ্য। এর মধ্যে রয়েছে সাক্ষ্য, দালিলিক প্রমাণ, শহীদ তালিকা এবং জব্দকৃত নথি। মোট ৮১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পরিকল্পনা রয়েছে।
মানবতাবিরোধী অপরাধের এ মামলার অগ্রগতি ইতোমধ্যেই দেশ-বিদেশের নজর কেড়েছে। আজকের ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ মামলার বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।