মুক্তিযোদ্ধা ওহিদুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই, ২০২৫ এ ৮:২৬ এএম
মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান । ছবি: সংগৃহীত

মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান । ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ওহিদুর বাহিনীর অধিনায়ক এবং জাতির শ্রদ্ধাভাজন মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় নিউরো সায়েন্স ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বিগত কয়েক বছর ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। শনিবার সকালেই বীর এই মুক্তিযোদ্ধার মৃত্যু হয়।

তার মৃত্যুতে নওগাঁসহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। ওহিদুর বাহিনীর সহযোদ্ধা হাসানুজ্জামান ভুলু গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, "মুক্তিযুদ্ধের সময় আমাদের নেতা ছিলেন তিনি। অসীম সাহসিকতায় যুদ্ধ পরিচালনা করেছেন। আজ তার বিদায়ে আমরা গভীর শোকাহত।"

পরিবার সূত্রে জানা গেছে, ওহিদুর রহমানের প্রথম জানাজা আজ (শনিবার) বাদ এশা নওগাঁ সদর উপজেলার নওজোয়ান মাঠে অনুষ্ঠিত হবে। এরপর রোববার (২৭ জুলাই) সকাল ১০টায় তার গ্রামের বাড়ি আত্রাই উপজেলার রসুলপুর গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

ওহিদুর রহমান একাধারে ছিলেন রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও সমাজসেবক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি নিজ নামে গঠিত ‘ওহিদুর বাহিনী’র নেতৃত্ব দেন। পশ্চিমাঞ্চলে মুক্তিযোদ্ধাদের সংগঠিত ও পরিচালনায় তার অবদান ছিল অনন্য। যুদ্ধকালীন সময়ে তার নেতৃত্বে একাধিক সফল অপারেশন পরিচালিত হয়, যা স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছিল।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন। তাঁরা প্রয়াত মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।