উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

নারী-শিশুসহ দগ্ধ ২৬ জন অবস্থা সংকটাপন্ন, চিকিৎসা দিচ্ছে বার্ন ইনস্টিটিউট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই, ২০২৫ এ ৯:১৯ এএম
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চলছে চিকিৎসা। ছবি: সংগৃহীত

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চলছে চিকিৎসা। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের মধ্যে অনেকের অবস্থাই সংকটাপন্ন বলে জানিয়েছে চিকিৎসকরা।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত নারী ও শিশুসহ অন্তত ২৬ জন আহত অবস্থায় ভর্তি হয়েছেন। তাদের সবারই শরীরের বিভিন্ন অংশে দগ্ধের চিহ্ন রয়েছে। যাদের অনেকের শ্বাসনালীও পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, আহতদের অধিকাংশই মাইলস্টোন কলেজের শিক্ষার্থী। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আহতদের আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। সবার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। দগ্ধের হার অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”

ঘটনার পর এখনো নতুন করে আহত কয়েকজন হাসপাতালে আসছেন বলে জানা গেছে।

এদিকে, বিমান বিধ্বস্তের ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাহিনী।

 

আজকের প্রথা/আর