তফসিলের আগে হালনাগাদ হবে ভোটার তালিকা জানালো - ইসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই, ২০২৫ এ ৯:০১ এএম
নির্বাচন কমিশন। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশন। ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে একটি নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচন কমিশন এখন থেকে বছরে যেকোনো সময়ে ভোটার তালিকা তৈরি বা হালনাগাদ করতে পারবে।

এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভোটার তালিকা আইন, ২০০৯ এর কিছু ধারা সংশোধনের মাধ্যমে। সংশোধনী অনুযায়ী, পূর্বে শুধুমাত্র ১ জানুয়ারির ভিত্তিতে ভোটার তালিকা হালনাগাদের বিধান ছিল। এখন নতুন আইন অনুযায়ী, নির্বাচন কমিশন প্রয়োজনে যেকোনো সময় ভোটার তালিকা হালনাগাদ করতে পারবে।

আইনের নতুন উপধারা অনুযায়ী, প্রতি বছর ২ জানুয়ারি থেকে ২ মার্চের মধ্যে বা তফসিল ঘোষণার আগেই যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে তারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। একইসঙ্গে মৃত, অযোগ্য, কিংবা ঠিকানা পরিবর্তনকারীদের তালিকা সংশোধন করা হবে।

এই অধ্যাদেশের মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা আরও প্রসারিত হয়েছে এবং ভবিষ্যতের নির্বাচন প্রক্রিয়া আরও আধুনিক ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।