বড় বাজেটের ছবিতে ৭ কোটি চাইছেন জাহ্নবী


জাহ্নবী কাপুর । ছবি : সংগৃহীত
বলিউডে এখনো কোনো সুপারহিট সিনেমা না থাকলেও পারিশ্রমিকের দিক থেকে একপ্রকার 'ব্লকবাস্টার' অবস্থানে পৌঁছে গেছেন জাহ্নবী কাপুর। স্টার-কিড হিসেবে যাত্রা শুরু করে অর্ধযুগ পেরোনো এই অভিনেত্রী শুধু হিন্দি সিনেমাতেই নয়, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও দারুণভাবে নজর কাড়ছেন। এবার আলোচনায় তার অভিনয় নয়, বরং চোখ কপালে তোলা পারিশ্রমিক বৃদ্ধি।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, জাহ্নবী কাপুর ‘দেবারা’ সিনেমার জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন, যা ছিল তখন তার ক্যারিয়ারের সর্বোচ্চ। এরপর ‘পেদ্দি’ সিনেমায় অভিনয়ের জন্য আরও ১ কোটি বাড়িয়ে ৬ কোটি রুপি নিয়েছেন তিনি।
এছাড়া আলোচনায় রয়েছে, আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলি কুমারের পরিচালনায় একটি বড় বাজেটের সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন জাহ্নবী। সেখানে পারিশ্রমিক হিসেবে তিনি দাবি করেছেন ৭ কোটি রুপি। নির্মাতারা তাকে নিতে আগ্রহী হলেও পারিশ্রমিক কমাতে চাইছেন। তবে জাহ্নবী ৭ কোটির কম নিতে নারাজ বলে জানা গেছে।
চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, দক্ষিণী সিনেমায় পারিশ্রমিক বাড়লেও বলিউডে তেমন পারফর্মেন্স ও পারিশ্রমিক না থাকায় জাহ্নবীর ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই তাকে দীর্ঘ মেয়াদে ক্যারিয়ার ধরে রাখতে স্মার্ট সিদ্ধান্ত নিতে হবে।
উল্লেখ্য, ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন জাহ্নবী কাপুর। এরপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’, ‘মিলি’ সহ একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তার প্রথম সিনেমা ‘দেবারা’, এবং বর্তমানে ‘পেদ্দি’ সিনেমায় রামচরণের বিপরীতে কাজ করছেন।