জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার পূর্ণ প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট, ২০২৫ এ ৫:০৩ এএম
জুলাই পুনর্জাগরণ মঞ্চ প্রস্তুতি সম্পন্ন  ছবি : সংগৃহীত

জুলাই পুনর্জাগরণ মঞ্চ প্রস্তুতি সম্পন্ন ছবি : সংগৃহীত

ঐতিহাসিক জুলাইয়ের গণজাগরণ দিবস উপলক্ষে আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সারাদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। মূল মঞ্চের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জনতার সাড়া আগেই মিলেছে, এবার পালনের পালা। গণজাগরণ দিবসে এবার থাকবে নতুন চমক। ঐতিহাসিক এই দিবসে বিশেষ ড্রোন শো’র আয়োজন করা হয়েছে। থাকছে ‘নির্বাচন ও আন্দোলনের ঘোষণা’সহ নানা আকর্ষণ। তবে দিনভর এই কর্মসূচি ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। আশপাশে রয়েছে চেকপোস্ট ও নজরদারি। শঙ্কা রয়েছে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার।

এদিকে বিকেল ৪টায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঘোষণা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হবে বলে জানিয়েছেন গণজাগরণ মঞ্চের আহ্বায়ক হাসানুল হক ইনু। তিনি বলেন, “নির্বাচন ও আন্দোলনের ঘোষণাই হবে আজকের মূল আকর্ষণ। দেশের সব নাগরিকের অংশগ্রহণ নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি।” আয়োজকরা জানান, অনুষ্ঠানে উপস্থিত থাকবে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। থাকছে গণসংগীত পরিবেশনা, নাটিকা, আলোকচিত্র প্রদর্শনী এবং ড্রোন শো। বিকেল থেকে রাত পর্যন্ত এই কর্মসূচি চলবে।

সর্বোপরি, আজকের গণজাগরণ দিবসের এই বিশাল আয়োজন ঘিরে সারাদেশের নজর এখন মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে।