ইন্টারনেট গ্রাহকদের জন্য বড় সুখবর দিল বিটিসিএল


বিটিসিএলের ইন্টারনেট সেবার গতি বাড়ানোর ঘোষণা। ছবি সংগৃহীত
গ্রাহকদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। মাসিক মূল্য অপরিবর্তিত রেখে দেশের সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে সর্বোচ্চ তিনগুণ পর্যন্ত গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠান। ফলে গ্রাহকেরা একই খরচে আগের তুলনায় অনেক বেশি দ্রুতগতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন।
রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের উন্নত ও আধুনিক ডিজিটাল সেবা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিটিসিএল জানায়, আপগ্রেড করা প্যাকেজগুলোর মাধ্যমে অনলাইন শিক্ষা, দাপ্তরিক কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিংসহ বিভিন্ন স্মার্ট সেবা আরও সহজ ও নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করা যাবে। দ্রুতগতির ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা নিশ্চিত করে দেশের ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
প্যাকেজ আপগ্রেডের সংক্ষিপ্ত বিবরণ
৩৯৯ টাকায় ৫ এমবিপিএস সুলভ-৫ প্যাকেজ এখন ২০ এমবিপিএস সাশ্রয়ী-২০,
৫০০ টাকায় ১২ এমবিপিএস সুলভ-১২ প্যাকেজ এখন ২৫ এমবিপিএস সাশ্রয়ী-২৫,
৫০০ টাকায় ১৫ এমবিপিএস ক্যাম্পাস-১৫ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস ক্যাম্পাস-৫০,
৮০০ টাকায় ১৫ এমবিপিএস সুলভ-১৫ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস সাশ্রয়ী-৫০,
১০৫০ টাকায় ২০ এমবিপিএস সুলভ-২০ প্যাকেজ এখন ১০০ এমবিপিএস সাশ্রয়ী-১০০,
১১৫০ টাকায় ২৫ এমবিপিএস সুলভ-২৫ প্যাকেজ এখন ১২০ এমবিপিএস সাশ্রয়ী-১২০,
১৩০০ টাকায় ৩০ এমবিপিএস সুলভ-৩০ প্যাকেজ এখন ১৩০ এমবিপিএস সাশ্রয়ী-১৩০,
১৫০০ টাকায় ৪০ এমবিপিএস সুলভ-৪০ প্যাকেজ এখন ১৫০ এমবিপিএস সাশ্রয়ী-১৫০ এবং
১৭০০ টাকায় ৫০ এমবিপিএস সুলভ-৫০ প্যাকেজ এখন ১৭০ এমবিপিএস সাশ্রয়ী-১৭০।
বিটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, এই গতি বৃদ্ধির ফলে শিক্ষার্থী, চাকরিজীবী, ফ্রিল্যান্সার ও সাধারণ ব্যবহারকারীদের ইন্টারনেট অভিজ্ঞতা আরও উন্নত হবে। অনলাইন ক্লাস, অফিসিয়াল মিটিং, ফাইল আদান-প্রদান এবং বিনোদনমূলক কনটেন্ট ব্যবহারে ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। কর্তৃপক্ষ আরও জানায়, গ্রাহক সন্তুষ্টি ও মানসম্মত সেবা নিশ্চিত করাই বিটিসিএলের প্রধান অগ্রাধিকার। ভবিষ্যতেও প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়ে গ্রাহকদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।










